ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভারতীয় আধিপত্য তাড়াইয়া আমেরিকা ওয়াশিংটনের আধিপত্যের শিকার হতে চাই না- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব পাকিস্তানের মানচিত্রে অবস্থান ধরে রাখতে রাষ্ট্রীয় মদদের সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ করতে হবে: ভারতীয় সেনাপ্রধান ইসরায়েল সেনাবাহিনীকে গাজায় অভিযান সীমিত করার নির্দেশ দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে কাজ করতে রাজি ইসরায়েল জার্মানির আকাশে গত ২৪ ঘণ্টায় একাধিক ড্রোন; বন্ধ হলো মিউনিখ বিমানবন্দর যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাবে জবাব দিয়েছে হামাস, ইসরায়েলকে বোমাবর্ষণ থামাতে ট্রাম্পের আহ্বান ট্রাম্পের ২০ দফা গাজা পরিকল্পনার বিষয়ে জবাব দিয়েছে হামাস এক নজরে বিশ্ব সংবাদ: ৩ অক্টোবর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ০৪ অক্টোবর

পাড়া-মহল্লায় অভিযান চালাবে র‍্যাব

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে মহাসড়কগুলোতে যানবাহনের উপস্থিতি কম থাকলেও পাড়া-মহল্লায় মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। এ জন্য আজ থেকে পাড়া-মহল্লায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

শনিবার দুপুরে রাজধানীর রাসেল স্কয়ারে বিধিনিষেধে র‍্যাবের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আমি ১০টি চেকপোস্ট পরিদর্শন করেছি, পাড়া-মহল্লায় গিয়েছি। সত্যি পাড়া-মহল্লায় অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। আজ থেকে পাড়া-মহল্লায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক বলেন, কঠোর বিধিনিষেধ মানাতে র‍্যাব এখন পর্যন্ত দেশব্যাপী চার শতাধিক মোবাইল কোর্ট পরিচালনা করেছে, জরিমানা করা হয়েছে চার লক্ষ টাকার বেশি। নিয়মিত টহল ও চেকপোস্টের বাইরে চার শতাধিক অতিরিক্ত চেকপোস্ট পরিচালনা করে যারা স্বাস্থ্যবিধি মানছেন তা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, পাড়া-মহল্লায় টহল পরিচালনা করার সময় দেখেছি বিভিন্ন স্টলে-দোকানে গণজমায়েত হচ্ছেন মানুষ। করোনার সংক্রমণ ঝুঁকি এড়াতে সবাইকে বাসায় থাকতে উদ্বুদ্ধ করছি।

এর আগে র‍্যাবের অভিযানে প্রথম দিন বৃহস্পতিবার (১ জুলাই) সারাদেশে ১৮২ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। জরিমানা করা হয়েছে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।

কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন শুক্রবার নিষেধাজ্ঞা অমান্য করায় সারাদেশে ২১৩ জনকে ২ লাখ ১৫ হাজার ৫৪০ টাকা জরিমানা করেছে র‌্যাব। দেশের ৫৯টি ব্যাটালিয়নের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়।

Tag :
জনপ্রিয়

ভারতীয় আধিপত্য তাড়াইয়া আমেরিকা ওয়াশিংটনের আধিপত্যের শিকার হতে চাই না- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব

পাড়া-মহল্লায় অভিযান চালাবে র‍্যাব

Update Time : ১০:৪৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে মহাসড়কগুলোতে যানবাহনের উপস্থিতি কম থাকলেও পাড়া-মহল্লায় মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। এ জন্য আজ থেকে পাড়া-মহল্লায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

শনিবার দুপুরে রাজধানীর রাসেল স্কয়ারে বিধিনিষেধে র‍্যাবের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আমি ১০টি চেকপোস্ট পরিদর্শন করেছি, পাড়া-মহল্লায় গিয়েছি। সত্যি পাড়া-মহল্লায় অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। আজ থেকে পাড়া-মহল্লায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক বলেন, কঠোর বিধিনিষেধ মানাতে র‍্যাব এখন পর্যন্ত দেশব্যাপী চার শতাধিক মোবাইল কোর্ট পরিচালনা করেছে, জরিমানা করা হয়েছে চার লক্ষ টাকার বেশি। নিয়মিত টহল ও চেকপোস্টের বাইরে চার শতাধিক অতিরিক্ত চেকপোস্ট পরিচালনা করে যারা স্বাস্থ্যবিধি মানছেন তা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, পাড়া-মহল্লায় টহল পরিচালনা করার সময় দেখেছি বিভিন্ন স্টলে-দোকানে গণজমায়েত হচ্ছেন মানুষ। করোনার সংক্রমণ ঝুঁকি এড়াতে সবাইকে বাসায় থাকতে উদ্বুদ্ধ করছি।

এর আগে র‍্যাবের অভিযানে প্রথম দিন বৃহস্পতিবার (১ জুলাই) সারাদেশে ১৮২ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। জরিমানা করা হয়েছে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।

কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন শুক্রবার নিষেধাজ্ঞা অমান্য করায় সারাদেশে ২১৩ জনকে ২ লাখ ১৫ হাজার ৫৪০ টাকা জরিমানা করেছে র‌্যাব। দেশের ৫৯টি ব্যাটালিয়নের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়।