ফরিদপুরে চলমান লকডাউন পালনে পুলিশের পাশাপাশি করা করছে সেনা বাহীনির সদস্যরাও। লকডাউনের তৃতীয় দিনেও সেনা বাহীনির সদস্যরা শহরের বিভিন্ন স্থানে চেক পোস্ট বসিয়ে লকডাউন চলাকালে বাইরে আসা মানুষজন ও পরিবহন তল্লাশি চালিয়েছে। এসময় অকারণে বাইরে বের হওয়া মানুষদের ফিরিয়ে দেয়ার পাশাপাশি, জরূরী প্রয়োজনে যারা বাইরে এসেছেন তাদের সহযোগীতা করেন।
এদিকে গত ২৪ ঘন্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আরো চারজনের মৃত্যু হয়েছে। একজন করোনা আক্রান্ত হয়ে অপর তিনজন করোনা উপসর্গ নিয়ে মারা যান। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ১৪৮ জন।