ফরিদপুর নগরকান্দা ইউপি চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডুর বিরুদ্ধে চাঁদাবিজির মামলা দায়ের হয়েছে। সে উপজেলার কাচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কাচাইল মডেল হা্ই স্কুলের প্রধান শিক্ষক ও কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদে নিয়োজিত রয়েছেন। দক্ষিন কাচাইল গ্রামের বাদশা সরদারের ছেলে মমিন সরদার বাদী হয়ে চেয়ারম্যানসহ ৭ জনকে আসামী করে এ মামলা দায়েরকরেন।
মামলার এজহারে মমিন সরদার উল্লেখ করেন চেয়ারম্যান তার সঙ্গীদের নিয়ে তাকে চেয়ারম্যানের বাড়ীতে নিয়ে মারপিট করে। এ সময় তার নিকট ৫ লাখ টাকা পাবে বলে মিথ্যা দাবী করেন। সে টাকা না দিলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। প্রাণের ভয়ে দুই লাখ টাকা ও তার স্ত্রীর স্বণালংকার যার মূল্য ১ লাখ টাকা চেয়ারম্যানের হাতে বুঝিয়ে দেয়। এরপর আরো দুই লাখ টাকা দাবী করে।
মমিন আরো বলেন, চাহিদা মতো টাকা নি দিতে পারায় আমাকে হত্যার হুমকি দিচ্ছে। প্রাণের ভয়ে আমি পালিয়ে বেড়াছি।
চেয়ারম্যান ঠান্ডু বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এ মামলা মিথ্যা ও বানোয়াট ।
নগরকান্দা থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব বলেন, আদালতের নির্দেশে মামলা রুজু করা হয়েছে। এ মামলার গভীর তদন্ত চলছে।