ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভারতীয় আধিপত্য তাড়াইয়া আমেরিকা ওয়াশিংটনের আধিপত্যের শিকার হতে চাই না- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব পাকিস্তানের মানচিত্রে অবস্থান ধরে রাখতে রাষ্ট্রীয় মদদের সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ করতে হবে: ভারতীয় সেনাপ্রধান ইসরায়েল সেনাবাহিনীকে গাজায় অভিযান সীমিত করার নির্দেশ দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে কাজ করতে রাজি ইসরায়েল জার্মানির আকাশে গত ২৪ ঘণ্টায় একাধিক ড্রোন; বন্ধ হলো মিউনিখ বিমানবন্দর যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাবে জবাব দিয়েছে হামাস, ইসরায়েলকে বোমাবর্ষণ থামাতে ট্রাম্পের আহ্বান ট্রাম্পের ২০ দফা গাজা পরিকল্পনার বিষয়ে জবাব দিয়েছে হামাস এক নজরে বিশ্ব সংবাদ: ৩ অক্টোবর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ০৪ অক্টোবর

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব,মন্দিরে মন্দিরে পূজার প্রস্তুতি

এখন শরৎকাল। যখন-তখন বৃষ্টি। আকাশজুড়ে সাদা মেঘের লুকোচুরি। এ সময়েই সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

৬ অক্টোবর মহালয়া। এদিন নতুন করে মন্দির আর পূজামণ্ডপে আনুষ্ঠানিকভাবে প্রতিমা স্থাপন করা হবে। ১১ অক্টোবর হবে ষষ্ঠী পূজা। ১২ তারিখ সপ্তমী, ১৩ তারিখ অষ্টমী, ১৪ তারিখ নবমী এবং আগামী ১৫ অক্টোবর হবে দশমী। সবশেষে প্রতিমা বিসর্জন।

কৈলাস ছেড়ে কন্যা রূপে ছেলে-মেয়েদের সঙ্গে নিয়ে এবার বাবার বাড়িতে আসছেন মা দুর্গা। শ্রদ্ধা ভরে তিনি পূজিত হবেন মণ্ডপে মণ্ডপে। সে পূজার প্রস্তুতিই চলছে দেশজুড়ে।

মন্দির আর মণ্ডপে এখনো ঢাকে কাঠি না পড়লেও পুরনো ছাউনি ফেলে নতুন ছাউনি বাঁধার কাজ চলছে ঢাকিদের। খড়ের বেনার ওপর মাটির প্রলেপে নিজস্ব অবয়বে দেখা দিচ্ছেন দুর্গা।

সারা দেশে পূজার আমেজ। দুর্গাপূজাকে কেন্দ্র করে সুপার মার্কেটগুলোতে কেনাকাটার ধুম লেগেছে। বিশেষ করে নারী ও শিশুদের আনন্দ বেশি। পরিবারের ছোট-বড় সবার জন্য দুই হাত ভরে কেনাকাটা করে হাসিমুখে ফিরছেন সবাই।

মণ্ডপ আর মন্দিরে চলছে পূজার আয়োজন। রাত-দিন কাজ করছেন কারিগররা। আর তো মাত্র কয়েকটা দিন। আগামী ৬ অক্টোবর মহালয়া। এর মধ্যেই পূজার সব কাজ শেষ করতে হবে। তাই, জোরেসোরে চলছে প্রতিমা রঙ করাসহ নানা কাজ। কারিগরদের দম ফেলারও সময় নেই।

সারা দেশে এবার ৩২ হাজার মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চট্টোপাধ্যায়।

নির্বিঘ্নে পূজা উদযাপনের বিষয়ে ইতোমধ্যে পূজা উদযাপন পরিষদের বৈঠক হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে। সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও নিরাপদে সম্পন্ন করার ব্যাপারে প্রশাসনের তরফ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে তাদের।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চট্টোপাধ্যায় বলেছেন, ‘আশা করছি, সারা দেশে সফলভাবে পূজা উদযাপিত হবে। মা দুর্গা দুর্গতিনাশিনী হয়ে আসবেন। মহিষাসুরের মতো বধ করবেন মহাপরাক্রমশালী করোনা মহামারিকে।

পঞ্জিকা অনুযায়ী, এবার দেবী দুর্গা আসছেন ঘোড়ায় চড়ে। ঘোড়ার পায়ের শব্দ যুদ্ধের ইঙ্গিত দেয়। তবে, ভক্তকূলের চাওয়া বিশ্ব হোক শান্তিময়।

Tag :
জনপ্রিয়

ভারতীয় আধিপত্য তাড়াইয়া আমেরিকা ওয়াশিংটনের আধিপত্যের শিকার হতে চাই না- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব,মন্দিরে মন্দিরে পূজার প্রস্তুতি

Update Time : ০৫:৪২:২২ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১

এখন শরৎকাল। যখন-তখন বৃষ্টি। আকাশজুড়ে সাদা মেঘের লুকোচুরি। এ সময়েই সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

৬ অক্টোবর মহালয়া। এদিন নতুন করে মন্দির আর পূজামণ্ডপে আনুষ্ঠানিকভাবে প্রতিমা স্থাপন করা হবে। ১১ অক্টোবর হবে ষষ্ঠী পূজা। ১২ তারিখ সপ্তমী, ১৩ তারিখ অষ্টমী, ১৪ তারিখ নবমী এবং আগামী ১৫ অক্টোবর হবে দশমী। সবশেষে প্রতিমা বিসর্জন।

কৈলাস ছেড়ে কন্যা রূপে ছেলে-মেয়েদের সঙ্গে নিয়ে এবার বাবার বাড়িতে আসছেন মা দুর্গা। শ্রদ্ধা ভরে তিনি পূজিত হবেন মণ্ডপে মণ্ডপে। সে পূজার প্রস্তুতিই চলছে দেশজুড়ে।

মন্দির আর মণ্ডপে এখনো ঢাকে কাঠি না পড়লেও পুরনো ছাউনি ফেলে নতুন ছাউনি বাঁধার কাজ চলছে ঢাকিদের। খড়ের বেনার ওপর মাটির প্রলেপে নিজস্ব অবয়বে দেখা দিচ্ছেন দুর্গা।

সারা দেশে পূজার আমেজ। দুর্গাপূজাকে কেন্দ্র করে সুপার মার্কেটগুলোতে কেনাকাটার ধুম লেগেছে। বিশেষ করে নারী ও শিশুদের আনন্দ বেশি। পরিবারের ছোট-বড় সবার জন্য দুই হাত ভরে কেনাকাটা করে হাসিমুখে ফিরছেন সবাই।

মণ্ডপ আর মন্দিরে চলছে পূজার আয়োজন। রাত-দিন কাজ করছেন কারিগররা। আর তো মাত্র কয়েকটা দিন। আগামী ৬ অক্টোবর মহালয়া। এর মধ্যেই পূজার সব কাজ শেষ করতে হবে। তাই, জোরেসোরে চলছে প্রতিমা রঙ করাসহ নানা কাজ। কারিগরদের দম ফেলারও সময় নেই।

সারা দেশে এবার ৩২ হাজার মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চট্টোপাধ্যায়।

নির্বিঘ্নে পূজা উদযাপনের বিষয়ে ইতোমধ্যে পূজা উদযাপন পরিষদের বৈঠক হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে। সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও নিরাপদে সম্পন্ন করার ব্যাপারে প্রশাসনের তরফ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে তাদের।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চট্টোপাধ্যায় বলেছেন, ‘আশা করছি, সারা দেশে সফলভাবে পূজা উদযাপিত হবে। মা দুর্গা দুর্গতিনাশিনী হয়ে আসবেন। মহিষাসুরের মতো বধ করবেন মহাপরাক্রমশালী করোনা মহামারিকে।

পঞ্জিকা অনুযায়ী, এবার দেবী দুর্গা আসছেন ঘোড়ায় চড়ে। ঘোড়ার পায়ের শব্দ যুদ্ধের ইঙ্গিত দেয়। তবে, ভক্তকূলের চাওয়া বিশ্ব হোক শান্তিময়।