ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আইএমএফের দেয়া দ্বিতীয় কিস্তির অর্থ পাওয়া যাবে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে

বাংলাদেশের জন্য ঋণের দ্বিতীয় কিস্তিতে ৬৮ কোটি ২০ লাখ মার্কিন ডলারের অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আইএমএফের দেয়া এই দ্বিতীয় কিস্তির অর্থ পাওয়া যাবে আগামী শুক্রবারের (১৫ ডিসেম্বর) মধ্যে।

বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী প‌রিচালক মুখপাত্র মো: মেজবাউল হক সংবাদ সম্মেলনে এ কথা জানান।


‌তি‌নি জানান, আইএমএফ ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ আগামী শুক্রবারেরর মধ্যে যোগ হবে। এছাড়া এডিবি থেকে ৪০ কোটি ডলার, দক্ষিণ কোরিয়ার একটা ফান্ড থেকে নয় কোটি মিলিয়নসহ বিভিন্ন সোর্স থেকে ৬২ কো‌টি ডলার আস‌বে।

এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, আইএমএফ বোর্ড সভায় বাংলাদেশের জন্য ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণের দ্বিতীয় কিস্তির অনুমোদন দেয়া হয়েছে।

দ্বিতীয় ধাপে বাংলাদেশের অ্যাকাউন্টে ৬৮ কোটি ২০ লাখ ডলার স্থানান্তর করা হবে। প্রথম ধাপে প্রায় ৪৫ কোটি ডলার স্থানান্তর করা হয়।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ৪০ কোটি ডলার ঋণ পাওয়ার পাশাপাশি আইএমএফের অর্থ গত দু’বছরে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর যে উল্লেখযোগ্য চাপ তৈরি হয়েছে তা প্রশমিত করতে সহায়তা করবে।

চলতি বছরের ২ ফেব্রুয়ারি প্রথম কিস্তিতে বাংলাদেশ পেয়েছে ৪৪ কোটি ৭৮ লাখ ডলার। বাকিগুলো আরো পাঁচ কিস্তিতে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে অক্টোবরে আইএমএফের একটি প্রতিনিধি দল দু’সপ্তাহের সফরে বাংলাদেশে এসে ঋণ কর্মসূচি পর্যালোচনা করে এবং আইএমএফ বোর্ডের কাছে দ্বিতীয় কিস্তির প্রস্তাব উপস্থাপন করে।

Tag :

আইএমএফের দেয়া দ্বিতীয় কিস্তির অর্থ পাওয়া যাবে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে

Update Time : ০৫:২৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

বাংলাদেশের জন্য ঋণের দ্বিতীয় কিস্তিতে ৬৮ কোটি ২০ লাখ মার্কিন ডলারের অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আইএমএফের দেয়া এই দ্বিতীয় কিস্তির অর্থ পাওয়া যাবে আগামী শুক্রবারের (১৫ ডিসেম্বর) মধ্যে।

বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী প‌রিচালক মুখপাত্র মো: মেজবাউল হক সংবাদ সম্মেলনে এ কথা জানান।


‌তি‌নি জানান, আইএমএফ ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ আগামী শুক্রবারেরর মধ্যে যোগ হবে। এছাড়া এডিবি থেকে ৪০ কোটি ডলার, দক্ষিণ কোরিয়ার একটা ফান্ড থেকে নয় কোটি মিলিয়নসহ বিভিন্ন সোর্স থেকে ৬২ কো‌টি ডলার আস‌বে।

এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, আইএমএফ বোর্ড সভায় বাংলাদেশের জন্য ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণের দ্বিতীয় কিস্তির অনুমোদন দেয়া হয়েছে।

দ্বিতীয় ধাপে বাংলাদেশের অ্যাকাউন্টে ৬৮ কোটি ২০ লাখ ডলার স্থানান্তর করা হবে। প্রথম ধাপে প্রায় ৪৫ কোটি ডলার স্থানান্তর করা হয়।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ৪০ কোটি ডলার ঋণ পাওয়ার পাশাপাশি আইএমএফের অর্থ গত দু’বছরে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর যে উল্লেখযোগ্য চাপ তৈরি হয়েছে তা প্রশমিত করতে সহায়তা করবে।

চলতি বছরের ২ ফেব্রুয়ারি প্রথম কিস্তিতে বাংলাদেশ পেয়েছে ৪৪ কোটি ৭৮ লাখ ডলার। বাকিগুলো আরো পাঁচ কিস্তিতে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে অক্টোবরে আইএমএফের একটি প্রতিনিধি দল দু’সপ্তাহের সফরে বাংলাদেশে এসে ঋণ কর্মসূচি পর্যালোচনা করে এবং আইএমএফ বোর্ডের কাছে দ্বিতীয় কিস্তির প্রস্তাব উপস্থাপন করে।