ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ইসরায়েলে হামাসের হামলার ২ বছর পূর্তিতে গাজা থেকে প্রজেক্টাইল নিক্ষেপ ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বিরাগভাজন হলে আমাকে আমার দেশের মানুষের সঙ্গেই থাকতে হবে: তারেক রহমান এক নজরে বিশ্ব সংবাদ: ৬ অক্টোবর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল আজকের নামাজের সময়সূচি: ০৭ অক্টোবর ফরিদপুরে পদ্মা নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন ফরিদপুরে এস আলমের নিয়োগ দেয়া অযোগ্যদের ছাটাই করে দক্ষ কর্মী নিয়োগের দাবিতে মানববন্ধন সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যাচ্ছেন খালেদা জিয়া, আসছে বুলেটপ্রুফ মিনিবাস জনগণ যদি সমর্থন না করে কোনও রাজনৈতিক দলের টিকে থাকার তো কোনো কারণ আমি দেখি না: তারেক রহমান

সারাদেশে সকাল-সন্ধ্যা ১৩ দফার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:১৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
  • ১৬৭ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ একদফা দাবিতে সারাদেশে সকাল-সন্ধ্যা ১৩ দফার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো।

রোববার (২৪ ডিসেম্বর) সকাল ৬টা থেকে এ কর্মসূচি শুরু হয়। যা শেষ হবে এদিন সন্ধ্যা ৬টায়।

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অবরোধের ঘোষণা দেন।

এ সময় তিনি কয়েকটি দাবির কথা উল্লেখ করেন। তারমধ্যে বর্তমান সরকারে পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান তিনি। এছাড়াও অবাধ-সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে ও দুর্নীতির বিরুদ্ধে এ আন্দোলন বলেও জানান রিজভী।

এছাড়াও ভোটগ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রতি ভোট বর্জনের আহ্বানও জানান তিনি। বলেন, নির্বাচনের নামে বানর খেলায় যাবেন না। ভোটকেন্দ্রে যাবেন না। নির্বাচনে কারা এমপি হবে সেই তালিকা তৈরি হয়ে গেছে।

এদিকে জামায়াতে ইসলামীও আলাদাভাবে অনুরূপ সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, লেবার পার্টিসহ সমমনা দলগুলোও পৃথকভাবে এই অবরোধ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়। এরপর ২৯ অক্টোবর থেকে দলটি এ পর্যন্ত ১২ দফায় পালন করেছে অবরোধ। চারবার পালন করেছে হরতাল। এছাড়াও গত ২১ ডিসেম্বর থেকে সরকারের একতরফা ভোট বর্জন ও বর্তমান সরকারকে অসহযোগিতার আহ্বান জানায় তারা। সারা দেশে পালন করে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচী।

এদিকে অবরোধের আগের রাতেই রাজধানীতে ৩টি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। মিরপুর, ধানমন্ডি ও গুলিস্তান এলাকায় এসব অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

Tag :
জনপ্রিয়

ইসরায়েলে হামাসের হামলার ২ বছর পূর্তিতে গাজা থেকে প্রজেক্টাইল নিক্ষেপ

সারাদেশে সকাল-সন্ধ্যা ১৩ দফার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো

Update Time : ০৩:১৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ একদফা দাবিতে সারাদেশে সকাল-সন্ধ্যা ১৩ দফার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো।

রোববার (২৪ ডিসেম্বর) সকাল ৬টা থেকে এ কর্মসূচি শুরু হয়। যা শেষ হবে এদিন সন্ধ্যা ৬টায়।

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অবরোধের ঘোষণা দেন।

এ সময় তিনি কয়েকটি দাবির কথা উল্লেখ করেন। তারমধ্যে বর্তমান সরকারে পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান তিনি। এছাড়াও অবাধ-সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে ও দুর্নীতির বিরুদ্ধে এ আন্দোলন বলেও জানান রিজভী।

এছাড়াও ভোটগ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রতি ভোট বর্জনের আহ্বানও জানান তিনি। বলেন, নির্বাচনের নামে বানর খেলায় যাবেন না। ভোটকেন্দ্রে যাবেন না। নির্বাচনে কারা এমপি হবে সেই তালিকা তৈরি হয়ে গেছে।

এদিকে জামায়াতে ইসলামীও আলাদাভাবে অনুরূপ সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, লেবার পার্টিসহ সমমনা দলগুলোও পৃথকভাবে এই অবরোধ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়। এরপর ২৯ অক্টোবর থেকে দলটি এ পর্যন্ত ১২ দফায় পালন করেছে অবরোধ। চারবার পালন করেছে হরতাল। এছাড়াও গত ২১ ডিসেম্বর থেকে সরকারের একতরফা ভোট বর্জন ও বর্তমান সরকারকে অসহযোগিতার আহ্বান জানায় তারা। সারা দেশে পালন করে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচী।

এদিকে অবরোধের আগের রাতেই রাজধানীতে ৩টি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। মিরপুর, ধানমন্ডি ও গুলিস্তান এলাকায় এসব অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।