ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে ‘খেয়া সম্মাননা পেলেন ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ‘খেয়া সম্মাননা’ পেলেন ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠান। মাহবুব পিয়াল ঃ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনলাইন ভিত্তিক সাহিত্য সংগঠন ‘সাহিত্যের খেয়াঘাট’ দেশের ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে খেয়া সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, কবিতায় সৈয়দ আল ফারুক, শিশু সংগঠক হিসেবে স ম শামসুল আলম, সামাজিক ও মানবিক তৎপরতায় অধ্যাপক মুহাম্মদ আব্দুস সামাদ, অণুকাব্য ও রুবাইয়্যাতে মোহাম্মদ আলী চৌধুরী, বিশ্বের প্রথম ভার্চুয়াল ছড়া উৎসব আয়োজনে নূরুজ্জামান ফিরোজ, মানবিক কার্যক্রমে আলিম আল রাজী-আজাদ, ভ্রাম্যমাণ বই মেলায় সাহেদ বিপ্লব, নারী উদ্যোক্তা শাহনাজ পারভীন, সাহিত্য সংগঠক সাইফুদ্দিন সাইফুল, ব্লাড ডোনার্স ক্লাব প্রতিষ্ঠা করায় সোনিয়া আক্তার স্মৃতি ও শিশুবিকাশ কেন্দ্র রাজবাড়ী’কে এই সম্মাননা ঘোষণা হয়। আগামীকাল ১৯ মার্চ, শুক্রবার ফরিদপুরের ধলার মোড়স্থ পদ্মার চরের অহনা রিসোর্টে জাতীয় সাহিত্য উৎসবে এ সম্মাননা প্রদান করা হবে।

এর এউৎসব শুভ উদ্বোধন করবেন বিশিষ্ট গবেষক ও কবি ড. সন্দীপক মল্লিক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ফরিদপুরের মাননীয় জেলা প্রশাসক জনাব অতুল সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কবি অর্ণব আশিক, আবু কাজী, আহমেদ জসিম, আহমেদ জহুর, হাসান টুটুল, লিয়াকত নাজির, পাশা খন্দকার, সোহেল মল্লিক, শওকত রহমান ও ইউসুফ রেজা। স্বাধীনতার ৫০ উপলক্ষে সুবর্ণ সংখ্যা ৫০কে প্রাধান্য দিয়ে ‘সাহিত্যের খেয়াঘাট’ উৎসবের সকল ইভেন্ট ৫০সংখ্যায় বিভাজিত করে ৫০ শিশুর সাংস্কৃতিক পরিবেশনা, ৫০ জেলার কবি সাহিত্যিক সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের অংশগ্রহণে ৫০টি পতাকা উত্তোলন, ৫০জন ব্লাড ডোনারের রক্তদান, ৫০টি চিত্র প্রদর্শনী ও ৫০ প্রকারের খাবার পরিবেশনের মাধ্যমে এক ব্যতিক্রম উৎসবের কর্মসূচী গ্রহণ করেছে।

Tag :

ফরিদপুরে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে ‘খেয়া সম্মাননা পেলেন ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

Update Time : ০৭:০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ‘খেয়া সম্মাননা’ পেলেন ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠান। মাহবুব পিয়াল ঃ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনলাইন ভিত্তিক সাহিত্য সংগঠন ‘সাহিত্যের খেয়াঘাট’ দেশের ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে খেয়া সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, কবিতায় সৈয়দ আল ফারুক, শিশু সংগঠক হিসেবে স ম শামসুল আলম, সামাজিক ও মানবিক তৎপরতায় অধ্যাপক মুহাম্মদ আব্দুস সামাদ, অণুকাব্য ও রুবাইয়্যাতে মোহাম্মদ আলী চৌধুরী, বিশ্বের প্রথম ভার্চুয়াল ছড়া উৎসব আয়োজনে নূরুজ্জামান ফিরোজ, মানবিক কার্যক্রমে আলিম আল রাজী-আজাদ, ভ্রাম্যমাণ বই মেলায় সাহেদ বিপ্লব, নারী উদ্যোক্তা শাহনাজ পারভীন, সাহিত্য সংগঠক সাইফুদ্দিন সাইফুল, ব্লাড ডোনার্স ক্লাব প্রতিষ্ঠা করায় সোনিয়া আক্তার স্মৃতি ও শিশুবিকাশ কেন্দ্র রাজবাড়ী’কে এই সম্মাননা ঘোষণা হয়। আগামীকাল ১৯ মার্চ, শুক্রবার ফরিদপুরের ধলার মোড়স্থ পদ্মার চরের অহনা রিসোর্টে জাতীয় সাহিত্য উৎসবে এ সম্মাননা প্রদান করা হবে।

এর এউৎসব শুভ উদ্বোধন করবেন বিশিষ্ট গবেষক ও কবি ড. সন্দীপক মল্লিক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ফরিদপুরের মাননীয় জেলা প্রশাসক জনাব অতুল সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কবি অর্ণব আশিক, আবু কাজী, আহমেদ জসিম, আহমেদ জহুর, হাসান টুটুল, লিয়াকত নাজির, পাশা খন্দকার, সোহেল মল্লিক, শওকত রহমান ও ইউসুফ রেজা। স্বাধীনতার ৫০ উপলক্ষে সুবর্ণ সংখ্যা ৫০কে প্রাধান্য দিয়ে ‘সাহিত্যের খেয়াঘাট’ উৎসবের সকল ইভেন্ট ৫০সংখ্যায় বিভাজিত করে ৫০ শিশুর সাংস্কৃতিক পরিবেশনা, ৫০ জেলার কবি সাহিত্যিক সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের অংশগ্রহণে ৫০টি পতাকা উত্তোলন, ৫০জন ব্লাড ডোনারের রক্তদান, ৫০টি চিত্র প্রদর্শনী ও ৫০ প্রকারের খাবার পরিবেশনের মাধ্যমে এক ব্যতিক্রম উৎসবের কর্মসূচী গ্রহণ করেছে।