ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরট্যাক ইউনিয়নের দক্ষিন চর সুলতানপুর গ্রামে জমি জমার বিরোধের জের ধরে একই পরিবারের দুই নারীসহ ৪ জনকে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষ। গুরুতর আহত ইসহাক সরদার কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপতালের ট্রমা সেন্টারে ও তার ছেলে ফরহাদ সরদার, ছেলের বউ সাফিয়া, মেয়ে শিল্পি আক্তারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারী বিভাগে ভর্তি করা হযেছে। হাসপাতালে ভর্তি ইসহাক সরদার সাংবাদিকদের জানান, এক মাস পূর্বে গ্রামের শালিশ পক্ষ আমাদের জমির বিরোধ মিটিয়ে একিট খুটি গেড়ে যায়। কয়েকদিন আগে সে খুটি তুলে ফেলে আমার প্রতিপক্ষ বাদশা সরদার।
বৃহস্পতিবার দুপুরে শালিশের দেওয়া খুটি তুলে ফেলার বিষয়ে জানতে চাইলে বাদশা সরদার আমার উপর ক্ষুব্ধ হয়ে উঠেন। এবং এক পর্যায়ে তার হাতে থাকা কুদাল দিয়ে আমাকে আঘাত করেন। বাদশা সরদারের ছেলে বিদ্যুৎ, রুবেল, মেয়ে, মেয়ের জামাই বিভিন্ন দেশিয় অস্ত্র নিয়ে আমার উপর হামলা চালায়। এ সময় আমার সোর চিৎকারে আমার ছেলে, ছেলের বউ ও মেয়ে এগিয়ে এলে তাদের কেউ কুপিয়ে মারাত্মক জখম করা হয়। পরে এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। গুরুতর আঘাতে আমার ছেলের বউয়ের একিট চোখ নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ ব্যাপারে থানায় কোন মামলা দায়ের করা হয়নি। শুক্রবার এ রিপোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুইত চলছে বলে জানিয়েছেন আহত ইসহাক সরদার।