ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

“প্রকাশিত সংবাদের প্রতিবাদ” “ফরিদপুরের চরভদ্রাসনে জমির বিরোধ নিয়ে দুই নারীসহ চার জনকে কুপিয়ে জখম”

গত ০২/০৪/২০২১ তাং ‘দ্য পদ্মা ২৪’ অনলাইন পত্রিকায় “ফরিদপুরের চরভদ্রাসনে জমির বিরোধ নিয়ে দুই নারীসহ চার জনকে কুপিয়ে জখম” শিরোনামের লেখাটি আমার দৃষ্টিগোচর হয়। সংবাদটি সম্পূর্ণ সত্য নয়।

সত্য ঘটনাটি হলো, ইসহাক সরদারের সাথে আমার পিতা বাদশা সরদারের জমিজমা নিয়ে দীর্ঘ দিনযাবত বিরোধ চলে আসছিল। ইসহাক সরদার অতীত থেকেই কিছুদিন পর পর একটু একটু করে আমাদের বসতভিটার জমি দখল করে আসতেছে। সে ০১/০৪/২০২১ তাং দুপুরে পুনরায় আমাদের বসতবাড়ির জমিতে খুঁটি গেরে জোড়পূর্বক দখল করে। এতে আমার পিতা জমি দখল করতে নিষেধ করে।
কিন্তু ইসাহাক সরদার নিষেধ না মেনে, ক্ষিপ্র হয়ে দুই ছেলে, মেয়ে, বৌ এবং পুত্রবধূসহ তার পরিবারের সকল সদস্য দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আমাদের বাসভবনের ভেতরে ঢুকে, আমার পিতা-মাতা এবং ছোট ভাইকে রাম-দা দিয়ে কুপিয়ে জখম করে। ইসহাক সরদারের ছেলে জাকির সরদার আমার পিতাকে হত্যা করার উদ্দেশ্যে কুপাইতে থাকে। এক পর্যায়ে জাকির সরদার আমার পিতার পায়ে কোপ ঝেড়ে দেয় এবং আঘাতের কারনে আমার পিতা মাটিয়ে লুটিয়ে পড়ে যায় এবং জাকির সরদাদের ঐ কোপটি ইসাহাক সরদারের পায়ে লেগে যায়। ইসহাক সরদার ও তার সংখ্যাগরিষ্ট  পরিবারের সদস্যদের হামলায় গুরুতর আহত হয় আমার সংখ্যালঘু পরিবারের পিতা-মাতা ও ছোট ভাই। আমার পরিবারের সর্বোমোট সদস্য ৩ জনকেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুনরায় আমার পরিবারের সদস্যদের উপরে হামলা করতে অস্ত্রসহ ছুটে যায় ইসাহাকের দুই ছেলে, মেয়ে, মেয়ে জামাই, ভাতিজা সজীব সহ আরো অজ্ঞাত ১০/১৫ জনে।
পত্রিকাটিতে লেখা হয়, বাদশা সরদারের ছেলে বিদ্যুৎ, রুবেল, মেয়ে ও মেয়ে জামাই, বৌ ইসহাক সরদারের পরিবারের সদস্যদের কুপিয়েছে। এটি ও সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
আমি রুবেল সরদার। আমি দেড় বছর হলো সাতক্ষিরা জেলাতে বেসরকারি চাকরি করি। সেকারনে আমি দীর্ঘদিন এলাকার বাইরে আছি। ঘটনার দিন আমি আমার সকল সহকর্মীদের সাথে খুলনার ওয়েস্টার্ণ-ইন হোটেলে মাসিক সভায় উপস্হিত ছিলাম। এমনকি আমার বোন, বনাই ও আমাদের গ্রামের বাড়ি হতে অনেক দূরে অন্য উপজেলাতে থাকেন।
আমি এই মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
মোঃ রুবেল সরদার
সাতক্ষীরা থেকে।
প্রতিবেদকের মন্তব্য: গত ০২/০৪/২০২১ তাং ‘দ্য পদ্মা ২৪’ অনলাইন পত্রিকায় “ফরিদপুরের চরভদ্রাসনে জমির বিরোধ নিয়ে দুই নারীসহ চার জনকে কুপিয়ে জখম” শিরোনামের প্রকাশিত সংবাদটিতে আক্রান্ত ইসহাক সরকারের বক্তব্য তুলে ধরা হয়ছে। যেহেতেু ইসহাক সরকার  তার পরিবার আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি ছিল। তাই সংবাদকর্মীগণ সংবাদ সংগ্রহের জন্য হাসপাতালে উপস্থিত হলে তিনি তার অভিযোগ তুলে ধরেন, যা দ্য পদ্মা২৪.কম এ প্রকাশিত হয়।  প্রকাশিত সংবাদটি সংবাদটি কোনভাবেই দ্য পদ্মা২৪.কম এর নিজস্ব মতামত নয়।
Tag :

“প্রকাশিত সংবাদের প্রতিবাদ” “ফরিদপুরের চরভদ্রাসনে জমির বিরোধ নিয়ে দুই নারীসহ চার জনকে কুপিয়ে জখম”

Update Time : ০৫:৩৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১

গত ০২/০৪/২০২১ তাং ‘দ্য পদ্মা ২৪’ অনলাইন পত্রিকায় “ফরিদপুরের চরভদ্রাসনে জমির বিরোধ নিয়ে দুই নারীসহ চার জনকে কুপিয়ে জখম” শিরোনামের লেখাটি আমার দৃষ্টিগোচর হয়। সংবাদটি সম্পূর্ণ সত্য নয়।

সত্য ঘটনাটি হলো, ইসহাক সরদারের সাথে আমার পিতা বাদশা সরদারের জমিজমা নিয়ে দীর্ঘ দিনযাবত বিরোধ চলে আসছিল। ইসহাক সরদার অতীত থেকেই কিছুদিন পর পর একটু একটু করে আমাদের বসতভিটার জমি দখল করে আসতেছে। সে ০১/০৪/২০২১ তাং দুপুরে পুনরায় আমাদের বসতবাড়ির জমিতে খুঁটি গেরে জোড়পূর্বক দখল করে। এতে আমার পিতা জমি দখল করতে নিষেধ করে।
কিন্তু ইসাহাক সরদার নিষেধ না মেনে, ক্ষিপ্র হয়ে দুই ছেলে, মেয়ে, বৌ এবং পুত্রবধূসহ তার পরিবারের সকল সদস্য দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আমাদের বাসভবনের ভেতরে ঢুকে, আমার পিতা-মাতা এবং ছোট ভাইকে রাম-দা দিয়ে কুপিয়ে জখম করে। ইসহাক সরদারের ছেলে জাকির সরদার আমার পিতাকে হত্যা করার উদ্দেশ্যে কুপাইতে থাকে। এক পর্যায়ে জাকির সরদার আমার পিতার পায়ে কোপ ঝেড়ে দেয় এবং আঘাতের কারনে আমার পিতা মাটিয়ে লুটিয়ে পড়ে যায় এবং জাকির সরদাদের ঐ কোপটি ইসাহাক সরদারের পায়ে লেগে যায়। ইসহাক সরদার ও তার সংখ্যাগরিষ্ট  পরিবারের সদস্যদের হামলায় গুরুতর আহত হয় আমার সংখ্যালঘু পরিবারের পিতা-মাতা ও ছোট ভাই। আমার পরিবারের সর্বোমোট সদস্য ৩ জনকেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুনরায় আমার পরিবারের সদস্যদের উপরে হামলা করতে অস্ত্রসহ ছুটে যায় ইসাহাকের দুই ছেলে, মেয়ে, মেয়ে জামাই, ভাতিজা সজীব সহ আরো অজ্ঞাত ১০/১৫ জনে।
পত্রিকাটিতে লেখা হয়, বাদশা সরদারের ছেলে বিদ্যুৎ, রুবেল, মেয়ে ও মেয়ে জামাই, বৌ ইসহাক সরদারের পরিবারের সদস্যদের কুপিয়েছে। এটি ও সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
আমি রুবেল সরদার। আমি দেড় বছর হলো সাতক্ষিরা জেলাতে বেসরকারি চাকরি করি। সেকারনে আমি দীর্ঘদিন এলাকার বাইরে আছি। ঘটনার দিন আমি আমার সকল সহকর্মীদের সাথে খুলনার ওয়েস্টার্ণ-ইন হোটেলে মাসিক সভায় উপস্হিত ছিলাম। এমনকি আমার বোন, বনাই ও আমাদের গ্রামের বাড়ি হতে অনেক দূরে অন্য উপজেলাতে থাকেন।
আমি এই মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
মোঃ রুবেল সরদার
সাতক্ষীরা থেকে।
প্রতিবেদকের মন্তব্য: গত ০২/০৪/২০২১ তাং ‘দ্য পদ্মা ২৪’ অনলাইন পত্রিকায় “ফরিদপুরের চরভদ্রাসনে জমির বিরোধ নিয়ে দুই নারীসহ চার জনকে কুপিয়ে জখম” শিরোনামের প্রকাশিত সংবাদটিতে আক্রান্ত ইসহাক সরকারের বক্তব্য তুলে ধরা হয়ছে। যেহেতেু ইসহাক সরকার  তার পরিবার আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি ছিল। তাই সংবাদকর্মীগণ সংবাদ সংগ্রহের জন্য হাসপাতালে উপস্থিত হলে তিনি তার অভিযোগ তুলে ধরেন, যা দ্য পদ্মা২৪.কম এ প্রকাশিত হয়।  প্রকাশিত সংবাদটি সংবাদটি কোনভাবেই দ্য পদ্মা২৪.কম এর নিজস্ব মতামত নয়।