করোনা শনাক্তের দশম দিনে রোববার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্বর ছিল না। এখন খাবারেও স্বাদ পাচ্ছেন। বেগম জিয়ার মেডিকেল টিমের সদস্যরা এ তথ্য জানিয়েছেন।
তারা বলেন, বেগম জিয়া পুরোপুরি ঝুঁকিমুক্ত বলা না গেলেও তার শারীরিক অবস্থা বেশ ভালো ও স্থিতিশীল রয়েছে।
রোববার রাত সাড়ে ৮টার দিকে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল টিমের সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ফিরোজায় তার বাসভবনে যান। পরে তিনি জানান, ‘গত কয়েকদিন ম্যাডামের (খালেদা জিয়া) শরীরে জ্বর উঠানামা করছিল। এখন জ্বর নেই। শনিবারও ১০০ দশমিক ২ ডিগ্রি জ্বর ছিল। এছাড়া স্বাভাবিকভাবেই খেতে পারছেন। খাবারে স্বাদও পাচ্ছেন। তার শারীরিক অবস্থা পুরোপুরি স্থিতিশীল। তবে করোনা এমন একটি রোগ কখন কি হয়ে যায় বলা যাবে না। তাই ম্যাডামকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছি।’
বেগম জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, খালেদা জিয়ার যে সিটি স্ক্যান রিপোর্ট, সেটা খুবই সামান্য, যেটা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় মাইল্ড বা মাইনর বলা হয়। এর বাইরে তার অক্সিজেন স্যাচুরেশন সব সময় ভালো। যেটা ৯৮ ও ৯৭-এর মধ্যে ওঠানামা করছে। করোনায় আক্রান্ত হওয়ার পর তাকে এখন পর্যন্ত অক্সিজেন দেওয়া লাগেনি। বেগম জিয়া মানসিক দিক দিয়েও খুবই স্ট্রং আছেন।
খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত সেরকম অবস্থা দেখা যাচ্ছে না। যদি তার অবস্থার কোনো পরিবর্তন ঘটে তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়ার মতো প্রস্তুতি রয়েছে।