ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬৬ জন ফিলিস্তিনি নিহত এবং ২৬৫ জন আহত এক নজরে বিশ্ব সংবাদ: ৪ অক্টোবর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ০৫ অক্টোবর ভারতীয় আধিপত্য তাড়াইয়া আমেরিকা ওয়াশিংটনের আধিপত্যের শিকার হতে চাই না- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব পাকিস্তানের মানচিত্রে অবস্থান ধরে রাখতে রাষ্ট্রীয় মদদের সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ করতে হবে: ভারতীয় সেনাপ্রধান ইসরায়েল সেনাবাহিনীকে গাজায় অভিযান সীমিত করার নির্দেশ দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে কাজ করতে রাজি ইসরায়েল জার্মানির আকাশে গত ২৪ ঘণ্টায় একাধিক ড্রোন; বন্ধ হলো মিউনিখ বিমানবন্দর যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাবে জবাব দিয়েছে হামাস, ইসরায়েলকে বোমাবর্ষণ থামাতে ট্রাম্পের আহ্বান

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬৬ জন ফিলিস্তিনি নিহত এবং ২৬৫ জন আহত

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬৬ জন ফিলিস্তিনি নিহত এবং ২৬৫ জন আহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের পর গাজা উপত্যকায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭,০৭৪ জনে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আরও ৭০০ জনের তথ্য যাচাই করে এই তালিকায় নতুন করে যুক্ত করা হয়েছে।

তবে ধারণা করা হচ্ছে, আসল মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি। কারণ গাজা জুড়ে ধ্বংসস্তূপের নিচে হাজারো মরদেহ এখনো চাপা পড়ে আছে।

এছাড়া যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় মোট ১,৬৯,৪৩০ জন আহত হয়েছেন। আহতের মধ্যে শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ রয়েছে বলে দাবি ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের।

সূত্র: আল জাজিরা।

Tag :
জনপ্রিয়

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬৬ জন ফিলিস্তিনি নিহত এবং ২৬৫ জন আহত

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬৬ জন ফিলিস্তিনি নিহত এবং ২৬৫ জন আহত

Update Time : ০৪:৫৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬৬ জন ফিলিস্তিনি নিহত এবং ২৬৫ জন আহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের পর গাজা উপত্যকায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭,০৭৪ জনে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আরও ৭০০ জনের তথ্য যাচাই করে এই তালিকায় নতুন করে যুক্ত করা হয়েছে।

তবে ধারণা করা হচ্ছে, আসল মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি। কারণ গাজা জুড়ে ধ্বংসস্তূপের নিচে হাজারো মরদেহ এখনো চাপা পড়ে আছে।

এছাড়া যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় মোট ১,৬৯,৪৩০ জন আহত হয়েছেন। আহতের মধ্যে শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ রয়েছে বলে দাবি ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের।

সূত্র: আল জাজিরা।