ফিলিস্তিন জুড়ে ইসরাইলি আগ্রাসনের ফলে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে নিরীহ মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য উদ্যোগ নিয়েছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।
এরই প্রেক্ষিতে রাজধানী ঢাকায় অবস্থিত ফিলিস্তিন দূতাবাস ও বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাথে যোগাযোগ করে সহযোগিতার ব্যাপারে আলোচনা করেন তিনি। এসময় ফিলিস্তিন দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী সরবরাহ করার আহবান জানানো হয়।
এ প্রসঙ্গে ফারাজ করিম চৌধুরী তার অফিসিয়াল ফেসবুক পেইজে সকলের সহযোগিতা কামনা করে স্ট্যাটাস দেন। তার সেই স্ট্যাটাসে নিরীহ ফিলিস্তিনি জনগণকে সাহায্য করার জন্য অসংখ্য মানুষ আগ্রহ প্রকাশ করে। প্রবাসী সহ অনেকেই বিকাশ নাম্বারের মাধ্যমে টাকা পাঠানোর জন্য মতামত দেয়। তাদের এই মতামত সম্পর্কে ফিলিস্তিন দূতাবাসকে অবহিত করেন ফারাজ করিম চৌধুরী।
তারা বিষয়টি বিবেচনা করে সম্মতি প্রদান করেন এবং ফিলিস্তিন দূতাবাসের দুটি ফোন নাম্বারে (৪১০৮১৩৮২, ৪০১৮০৮৪১) যোগাযোগ করে বিকাশ নাম্বার সংগ্রহ করে সহযোগিতা পাঠানোর অনুরোধ জানান।