ঢাকা ১০:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম

করোনার টিকা নিয়েছেন সাড়ে ১৮ লাখ মানুষ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৪৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
  • ৩৯৫ Time View

সারা দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকাদান কর্মসূচি চলছে। এখন পর্যন্ত প্রায় সাড়ে ১৮ লাখ মানুষ টিকা নিয়েছেন। এর মধ্যে টিকাগ্রহণের পর এ পর্যন্ত ৫৩৭ জনের পাশ্বপ্রতিক্রিয়া বা উপসর্গ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত ১২ লাখ ৩৩ হাজার ৬৫৫ জন পুরুষ ও ছয় লাখ ১৪ হাজার ৬৫৮ জন নারীকে করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় দুই লাখ ৬১ হাজার ৯৩৫ জনকে টিকা দেয়া হয়েছে।

ভ্যাকসিন নেয়ার পর এ পর্যন্ত ৫৩৭ জন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গের কথা জানিয়েছেন। গত ২৪ ঘণ্টায় এমন উপসর্গের কথা জানান ২৭ জন।

বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ঢাকায় পাঁচ লাখ ১৮ হাজার ৯৮৩ জন, ময়মনসিংহে ৮৩ হাজার ২৭৬ জন, চট্টগ্রামে চার লাখ ১৯ হাজার ৫৩০ জন, রাজশাহীতে দুই লাখ ১৩ হাজার ১৫ জন, রংপুরে এক লাখ ৭২ হাজার ৭৮৩ জন, খুলনায় দুই লাখ ১৫ হাজার ৮১৬ জন, বরিশালে ৯১ হাজার ২৪৯ জন এবং সিলেট বিভাগে এক লাখ ৩৩ হাজার ৬৬১ জন ভ্যাকসিন নিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৭৩ হাজার ৫১৪ জন, ময়মনসিংহ বিভাগে ১১ হাজার ৯০১ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ হাজার ৭৮৮ জন, রাজশাহী বিভাগে ৩২ হাজার ২২৪ জন, রংপুর বিভাগে ২৫ হাজার ৫৭৯ জন, খুলনা বিভাগে ৩৪ হাজার ১৯৫ জন, বরিশাল বিভাগে ১৪ হাজার ৪৪৪ জন এবং সিলেট বিভাগে ১৫ হাজার ৩০০ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সরকার দেশের মোট জনসংখ্যার ৮০ শতাংশ তথা ১৩ কোটি ৮২ লাখ ৪৭ হাজার ৫০৮ জন মানুষকে করোনাভাইরাসের টিকা দেয়ার পরিকল্পনা করেছে। সবাইকে দুটি করে ডোজ টিকা দেয়া হবে।

প্রসঙ্গত, রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারা দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ টিকা দেয়া হচ্ছে। গণহারে টিকাদানের প্রথম দিন ৭ ফেব্রুয়ারি মোট ৩১ হাজার ১৬০ জনকে টিকা দেয়া হয়।

বর্তমানে দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৭০ লাখ ডোজ রয়েছে এবং করোনার টিকা নিতে http://www.surokkha.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। করোনার টিকা নিতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ১৭ লাখের বেশি মানুষ।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে বৃত্তি পরীক্ষায় সুযোগের দাবিতে ৩৮ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন

করোনার টিকা নিয়েছেন সাড়ে ১৮ লাখ মানুষ

Update Time : ০৪:৪৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১

সারা দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকাদান কর্মসূচি চলছে। এখন পর্যন্ত প্রায় সাড়ে ১৮ লাখ মানুষ টিকা নিয়েছেন। এর মধ্যে টিকাগ্রহণের পর এ পর্যন্ত ৫৩৭ জনের পাশ্বপ্রতিক্রিয়া বা উপসর্গ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত ১২ লাখ ৩৩ হাজার ৬৫৫ জন পুরুষ ও ছয় লাখ ১৪ হাজার ৬৫৮ জন নারীকে করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় দুই লাখ ৬১ হাজার ৯৩৫ জনকে টিকা দেয়া হয়েছে।

ভ্যাকসিন নেয়ার পর এ পর্যন্ত ৫৩৭ জন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গের কথা জানিয়েছেন। গত ২৪ ঘণ্টায় এমন উপসর্গের কথা জানান ২৭ জন।

বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ঢাকায় পাঁচ লাখ ১৮ হাজার ৯৮৩ জন, ময়মনসিংহে ৮৩ হাজার ২৭৬ জন, চট্টগ্রামে চার লাখ ১৯ হাজার ৫৩০ জন, রাজশাহীতে দুই লাখ ১৩ হাজার ১৫ জন, রংপুরে এক লাখ ৭২ হাজার ৭৮৩ জন, খুলনায় দুই লাখ ১৫ হাজার ৮১৬ জন, বরিশালে ৯১ হাজার ২৪৯ জন এবং সিলেট বিভাগে এক লাখ ৩৩ হাজার ৬৬১ জন ভ্যাকসিন নিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৭৩ হাজার ৫১৪ জন, ময়মনসিংহ বিভাগে ১১ হাজার ৯০১ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ হাজার ৭৮৮ জন, রাজশাহী বিভাগে ৩২ হাজার ২২৪ জন, রংপুর বিভাগে ২৫ হাজার ৫৭৯ জন, খুলনা বিভাগে ৩৪ হাজার ১৯৫ জন, বরিশাল বিভাগে ১৪ হাজার ৪৪৪ জন এবং সিলেট বিভাগে ১৫ হাজার ৩০০ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সরকার দেশের মোট জনসংখ্যার ৮০ শতাংশ তথা ১৩ কোটি ৮২ লাখ ৪৭ হাজার ৫০৮ জন মানুষকে করোনাভাইরাসের টিকা দেয়ার পরিকল্পনা করেছে। সবাইকে দুটি করে ডোজ টিকা দেয়া হবে।

প্রসঙ্গত, রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারা দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ টিকা দেয়া হচ্ছে। গণহারে টিকাদানের প্রথম দিন ৭ ফেব্রুয়ারি মোট ৩১ হাজার ১৬০ জনকে টিকা দেয়া হয়।

বর্তমানে দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৭০ লাখ ডোজ রয়েছে এবং করোনার টিকা নিতে http://www.surokkha.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। করোনার টিকা নিতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ১৭ লাখের বেশি মানুষ।