ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম

করোনার সংক্রমণ বেড়েছে, পরীক্ষা করা যাবে যেসব জায়গায়

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর সীমিত পরিসরে করোনা পরীক্ষার ব্যবস্থা পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক পর্যায়ে যেসব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব রয়েছে, সেখানে পরীক্ষা শুরু হবে বলে জানানো হয়েছে।

বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশীদ এ তথ্য নিশ্চিত করে জানান, যেসব হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব আছে, সেখানকার কর্তৃপক্ষকে পরীক্ষা পুনরায় শুরু করার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

তিনি আরও জানান, স্থানীয় প্রতিষ্ঠান থেকে পরীক্ষার কিট সংগ্রহ করা হচ্ছে এবং বিদেশ থেকে কিট আমদানির জন্য সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোকে (সিএমএসডি) নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী ১০ দিনের মধ্যে করোনা পরীক্ষার কার্যক্রম আবার চালু হবে, যদিও তা সীমিত পরিসরে পরিচালিত হবে।

পরীক্ষা কোথায় কোথায় হবে

ঢাকা মেডিকেল কলেজ, মুগদা জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজসহ রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলা হাসপাতালগুলোতে প্রথম ধাপে পরীক্ষা শুরু হবে। যেসব হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব রয়েছে, শুধুমাত্র সেগুলোতে এই সুবিধা দেওয়া হবে।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যাদের শরীরে করোনা সংক্রমণের উপসর্গ যেমন জ্বর, কাশি বা শ্বাসকষ্ট থাকবে, তাদেরই পরীক্ষার সুযোগ দেওয়া হবে। এছাড়া যাদের চিকিৎসক পরীক্ষা করার পরামর্শ দিবেন, তারা ও পরীক্ষা করাতে পারবেন। ক্রমণের হার বাড়লে পরীক্ষা পরিধিও বৃদ্ধি করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১০১টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যা শনাক্তের হার বেশ উচ্চ। এর আগে ৯ জুন স্বাস্থ্য অধিদপ্তর মাস্ক পরিধান বাধ্যতামূলক ঘোষণা করে এবং বিমানবন্দরসহ সকল প্রবেশপথে স্বাস্থ্য পরীক্ষা অব্যাহত রাখার নির্দেশ দেয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে দেশে করোনা সংক্রমণ আবার ছড়িয়ে পড়বে। তাই আগাম সতর্কতার অংশ হিসেবে আবার পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে সবাইকে মাস্ক পরিধান, নিয়মিত হাত ধোয়া এবং উপসর্গ দেখা দিলে নিজেকে ঘরে রেখে সুরক্ষার নির্দেশনা দেয়া হয়েছে।

তথ্যসূত্র অনুযায়ী, গত ১০ জুন স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট ১০১ জনের নমুনা পরীক্ষার বিপরীতে এই সংখ্যা পাওয়া গেছে। একই সময়ে করোনায় কোনো মৃত্যু হয়নি। আক্রান্তরা প্রধানত ঢাকা মহানগর এলাকার বাসিন্দা। আগের দিন ৯ জুন ৪১ নমুনা পরীক্ষায় ৫ জন করোনা পজিটিভ ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন, যা দেশের মোট সুস্থতার সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৭৮ জনে উন্নীত করেছে।

Tag :
জনপ্রিয়

বড় ধরনের সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি

করোনার সংক্রমণ বেড়েছে, পরীক্ষা করা যাবে যেসব জায়গায়

Update Time : ০৮:৫২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর সীমিত পরিসরে করোনা পরীক্ষার ব্যবস্থা পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক পর্যায়ে যেসব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব রয়েছে, সেখানে পরীক্ষা শুরু হবে বলে জানানো হয়েছে।

বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশীদ এ তথ্য নিশ্চিত করে জানান, যেসব হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব আছে, সেখানকার কর্তৃপক্ষকে পরীক্ষা পুনরায় শুরু করার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

তিনি আরও জানান, স্থানীয় প্রতিষ্ঠান থেকে পরীক্ষার কিট সংগ্রহ করা হচ্ছে এবং বিদেশ থেকে কিট আমদানির জন্য সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোকে (সিএমএসডি) নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী ১০ দিনের মধ্যে করোনা পরীক্ষার কার্যক্রম আবার চালু হবে, যদিও তা সীমিত পরিসরে পরিচালিত হবে।

পরীক্ষা কোথায় কোথায় হবে

ঢাকা মেডিকেল কলেজ, মুগদা জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজসহ রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলা হাসপাতালগুলোতে প্রথম ধাপে পরীক্ষা শুরু হবে। যেসব হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব রয়েছে, শুধুমাত্র সেগুলোতে এই সুবিধা দেওয়া হবে।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যাদের শরীরে করোনা সংক্রমণের উপসর্গ যেমন জ্বর, কাশি বা শ্বাসকষ্ট থাকবে, তাদেরই পরীক্ষার সুযোগ দেওয়া হবে। এছাড়া যাদের চিকিৎসক পরীক্ষা করার পরামর্শ দিবেন, তারা ও পরীক্ষা করাতে পারবেন। ক্রমণের হার বাড়লে পরীক্ষা পরিধিও বৃদ্ধি করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১০১টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যা শনাক্তের হার বেশ উচ্চ। এর আগে ৯ জুন স্বাস্থ্য অধিদপ্তর মাস্ক পরিধান বাধ্যতামূলক ঘোষণা করে এবং বিমানবন্দরসহ সকল প্রবেশপথে স্বাস্থ্য পরীক্ষা অব্যাহত রাখার নির্দেশ দেয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে দেশে করোনা সংক্রমণ আবার ছড়িয়ে পড়বে। তাই আগাম সতর্কতার অংশ হিসেবে আবার পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে সবাইকে মাস্ক পরিধান, নিয়মিত হাত ধোয়া এবং উপসর্গ দেখা দিলে নিজেকে ঘরে রেখে সুরক্ষার নির্দেশনা দেয়া হয়েছে।

তথ্যসূত্র অনুযায়ী, গত ১০ জুন স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট ১০১ জনের নমুনা পরীক্ষার বিপরীতে এই সংখ্যা পাওয়া গেছে। একই সময়ে করোনায় কোনো মৃত্যু হয়নি। আক্রান্তরা প্রধানত ঢাকা মহানগর এলাকার বাসিন্দা। আগের দিন ৯ জুন ৪১ নমুনা পরীক্ষায় ৫ জন করোনা পজিটিভ ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন, যা দেশের মোট সুস্থতার সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৭৮ জনে উন্নীত করেছে।