মাহবুব পিয়াল,ফরিদপুর : সাবেক প্রধান মন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, গণতান্ত্রিক লড়াই এর আপোসহীন ব্যক্তিত্ব ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ, ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।
আজ রবিবার বাদ জহুর ফরিদপুর শহরের উত্তর আলিপুর, বিল্লালের দোকানের মোড়ে ,দারুল এহসান মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলে পুর্ব আলোচনায় বক্তব্য রাখেন ডা: মো: আনিসুর রহমান হাওলাদার,ডাঃ সৈয়দ আসিফ উল আলম, ডাঃ খান মোঃ আরিফ,ডাঃ মো: মিজানুর রহমান,ডা: ওবায়েদুর রহমান,ডা:কামালউদ্দিন,ফরিদপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এবি সিদ্দিক মিতুল,ফরিদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদ মাহবুব হোসেন পিয়ালসহ অন্যান্যরা।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দুস্থ্য শরীর ও নেক হায়াত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চরকমলাপুর মাদ্রাসার মোহাদ্দেস মাওলানা মো:আবুল হোসেন।
পরে মাদ্রাসা ও এতিম খানার ছাত্রদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।