চুয়াডাঙ্গায় প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৪৭৩ জনের নমুনা পরীক্ষায় ১২৮ জনের করোনা পজিটিভ হয়েছে।
সোমবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে জীবননগর উপজেলার একজন, চুয়াডাঙ্গা সদর উপজেলায় তিনজন, দামুড়হুদা উপজেলায় একজন এবং আলমডাঙ্গার একজন রয়েছেন।
নতুন শনাক্তের মধ্যে চুয়াডাঙ্গা সদরের ৫৩ জন, আলমডাঙ্গার ২৩ জন, দামুড়হুদার ৩১ জন এবং জীবননগরের ২১ জন রয়েছেন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১ হাজার ৯২৯ জন। এরমধ্যে হোম আইসোলেশনে আছেন ১ হাজার ৮০২ জন এবং হাসপাতালে আছেন ১২৭ জন।