ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভারতীয় আধিপত্য তাড়াইয়া আমেরিকা ওয়াশিংটনের আধিপত্যের শিকার হতে চাই না- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব পাকিস্তানের মানচিত্রে অবস্থান ধরে রাখতে রাষ্ট্রীয় মদদের সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ করতে হবে: ভারতীয় সেনাপ্রধান ইসরায়েল সেনাবাহিনীকে গাজায় অভিযান সীমিত করার নির্দেশ দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে কাজ করতে রাজি ইসরায়েল জার্মানির আকাশে গত ২৪ ঘণ্টায় একাধিক ড্রোন; বন্ধ হলো মিউনিখ বিমানবন্দর যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাবে জবাব দিয়েছে হামাস, ইসরায়েলকে বোমাবর্ষণ থামাতে ট্রাম্পের আহ্বান ট্রাম্পের ২০ দফা গাজা পরিকল্পনার বিষয়ে জবাব দিয়েছে হামাস এক নজরে বিশ্ব সংবাদ: ৩ অক্টোবর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ০৪ অক্টোবর

টিকা নিলেও হতে পারে করোনার সংক্রমণ: স্বাস্থ্যবিধি মানতেই হবে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৩৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
  • ৩৮৪ Time View

যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিকের অধ্যাপক ড. অ্যান্ড্রু ব্যাডলিও জানিয়েছেন, বিভিন্ন গবেষণার উপাত্ত থেকে জানা যাচ্ছে কিছু লোক টিকা নিলেও করোনায় সংক্রমিত হবেন। তিনি বলেন, আমাদের বিবেচনায় নিতে হবে অনুমোদিত টিকাগুলো বেশ কার্যকর হলেও করোনার মূল জীবাণুর বিরুদ্ধে সেগুলো শতভাগ সুরক্ষা দিতে পারবে না।

এমন বক্তব্য ও তথ্যে উদ্বিগ্ন অনেকেই। টিকা নেয়ার পর অনেকেই ভেবেছিলেন তারা নিরাপদ। করোনা মুক্ত হয়ে গেছেন। স্বাস্থ্যবিধি মানার কড়াকড়ি তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখন তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। তবে টিকা কার্যক্রম শুরুর আগে থেকেই বিশেষজ্ঞরা টিকা নেয়ার পাশাপাশি মাস্ক পরা, ঘনঘন সাবান পানি দিয়ে হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলার মতো স্বাস্থ্যবিধিগুলো মানার ওপর জোর দিয়ে আসছেন। তারা বলছেন, টিকা মৃত্যু কমাবে। করোনা সংক্রমণ প্রতিরোধে টিকা একটি অন্যতম পন্থা। একমাত্র পন্থা নয়। তাই স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। সেই সঙ্গে বিশেষজ্ঞরা এও বলছেন, টিকা নেয়ার পর সংক্রমিত হওয়ার অর্থ এই নয় যে, ওই টিকা অকার্যকর। ব্যক্তি যদি সচেতনভাবে জীবনযাপন না করেন তাহলে পুনরায় সংক্রমণের ঝুঁকি থাকে।

এ বিষয়ে জানাতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, টিকা নেয়ার পরও ব্যক্তি করোনায় সংক্রমিত হতে পারেন। এই বিষয়টি টিকার পরীক্ষামূলক প্রয়োগের ক্ষেত্রেও দেখা গেছে। এছাড়া টিকার এক ডোজ পুরোপুরি কাজ করবে না। দুই ডোজ দিতে হবে। আবার এটিও আমাদের মনে রাখতে হবে টিকা শতভাগ কার্যকর হবে এমন কথা কোনো টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানই কিন্তু বলেনি। টিকা দিলে সংক্রমণ কমে যাবে। কমানোর জন্যই টিকা দেয়া। তবে সংক্রমণ হতে পারে।

টিকা নেয়ার কতদিন পর ব্যক্তির দেহে এন্টিবডি তৈরি হয় এমন প্রশ্নের উত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও করোনা প্রতিরোধে জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সদস্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, টিকা নেয়ার পর পরই তা কাজ শুরু করবে তেমনটা কিন্তু নয়। টিকা রোগ প্রতিরোধের বিরুদ্ধে কাজ করে, এটি শরীরে ভালো প্রতিরোধ ক্ষমতা তৈরিতে কাজ করে। এর জন্য কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। টিকা নেয়ার ১৪ থেকে ২১ দিনের মধ্যে ব্যক্তির শরীরে এন্টিবডি তৈরি হতে থাকে। আর এন্টিবডি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তবে আমাদের মনে রাখতে হবে করোনা থেকে সুরক্ষার একমাত্র হাতিয়ার টিকা নয়।

টিকা নেয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ গবেষণা প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও করোনার জাতীয় টিকা বিতরণ সংক্রান্ত কোর কমিটির সদস্য ডা. এ এস এম আলমগীর। তিনি বলেন, টিকা নেয়ার পাশাপাশি মাস্ক পরা, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলার মতো স্বাস্থ্যবিধিগুলো আমাদের মানতে হবে। আমাদের মনে রাখতে হবে টিকা মৃত্যু কমাবে। করোনা সংক্রমণ প্রতিরোধে টিকা একটি অন্যতম পন্থা। একমাত্র পন্থা নয়। টিকা নিলে কেউ করোনায় আক্রান্ত হবেন না, এমন কোনো নিশ্চয়তা কিন্তু বিজ্ঞানীরা দেননি। তবে টিকা নেয়ার পর কেউ আক্রান্ত হলে তার মারাত্মক সংক্রমণ ও মৃত্যুঝুঁকি কম থাকবে।

Tag :
জনপ্রিয়

ভারতীয় আধিপত্য তাড়াইয়া আমেরিকা ওয়াশিংটনের আধিপত্যের শিকার হতে চাই না- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব

টিকা নিলেও হতে পারে করোনার সংক্রমণ: স্বাস্থ্যবিধি মানতেই হবে

Update Time : ০৫:৩৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১

যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিকের অধ্যাপক ড. অ্যান্ড্রু ব্যাডলিও জানিয়েছেন, বিভিন্ন গবেষণার উপাত্ত থেকে জানা যাচ্ছে কিছু লোক টিকা নিলেও করোনায় সংক্রমিত হবেন। তিনি বলেন, আমাদের বিবেচনায় নিতে হবে অনুমোদিত টিকাগুলো বেশ কার্যকর হলেও করোনার মূল জীবাণুর বিরুদ্ধে সেগুলো শতভাগ সুরক্ষা দিতে পারবে না।

এমন বক্তব্য ও তথ্যে উদ্বিগ্ন অনেকেই। টিকা নেয়ার পর অনেকেই ভেবেছিলেন তারা নিরাপদ। করোনা মুক্ত হয়ে গেছেন। স্বাস্থ্যবিধি মানার কড়াকড়ি তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখন তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। তবে টিকা কার্যক্রম শুরুর আগে থেকেই বিশেষজ্ঞরা টিকা নেয়ার পাশাপাশি মাস্ক পরা, ঘনঘন সাবান পানি দিয়ে হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলার মতো স্বাস্থ্যবিধিগুলো মানার ওপর জোর দিয়ে আসছেন। তারা বলছেন, টিকা মৃত্যু কমাবে। করোনা সংক্রমণ প্রতিরোধে টিকা একটি অন্যতম পন্থা। একমাত্র পন্থা নয়। তাই স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। সেই সঙ্গে বিশেষজ্ঞরা এও বলছেন, টিকা নেয়ার পর সংক্রমিত হওয়ার অর্থ এই নয় যে, ওই টিকা অকার্যকর। ব্যক্তি যদি সচেতনভাবে জীবনযাপন না করেন তাহলে পুনরায় সংক্রমণের ঝুঁকি থাকে।

এ বিষয়ে জানাতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, টিকা নেয়ার পরও ব্যক্তি করোনায় সংক্রমিত হতে পারেন। এই বিষয়টি টিকার পরীক্ষামূলক প্রয়োগের ক্ষেত্রেও দেখা গেছে। এছাড়া টিকার এক ডোজ পুরোপুরি কাজ করবে না। দুই ডোজ দিতে হবে। আবার এটিও আমাদের মনে রাখতে হবে টিকা শতভাগ কার্যকর হবে এমন কথা কোনো টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানই কিন্তু বলেনি। টিকা দিলে সংক্রমণ কমে যাবে। কমানোর জন্যই টিকা দেয়া। তবে সংক্রমণ হতে পারে।

টিকা নেয়ার কতদিন পর ব্যক্তির দেহে এন্টিবডি তৈরি হয় এমন প্রশ্নের উত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও করোনা প্রতিরোধে জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সদস্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, টিকা নেয়ার পর পরই তা কাজ শুরু করবে তেমনটা কিন্তু নয়। টিকা রোগ প্রতিরোধের বিরুদ্ধে কাজ করে, এটি শরীরে ভালো প্রতিরোধ ক্ষমতা তৈরিতে কাজ করে। এর জন্য কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। টিকা নেয়ার ১৪ থেকে ২১ দিনের মধ্যে ব্যক্তির শরীরে এন্টিবডি তৈরি হতে থাকে। আর এন্টিবডি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তবে আমাদের মনে রাখতে হবে করোনা থেকে সুরক্ষার একমাত্র হাতিয়ার টিকা নয়।

টিকা নেয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ গবেষণা প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও করোনার জাতীয় টিকা বিতরণ সংক্রান্ত কোর কমিটির সদস্য ডা. এ এস এম আলমগীর। তিনি বলেন, টিকা নেয়ার পাশাপাশি মাস্ক পরা, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলার মতো স্বাস্থ্যবিধিগুলো আমাদের মানতে হবে। আমাদের মনে রাখতে হবে টিকা মৃত্যু কমাবে। করোনা সংক্রমণ প্রতিরোধে টিকা একটি অন্যতম পন্থা। একমাত্র পন্থা নয়। টিকা নিলে কেউ করোনায় আক্রান্ত হবেন না, এমন কোনো নিশ্চয়তা কিন্তু বিজ্ঞানীরা দেননি। তবে টিকা নেয়ার পর কেউ আক্রান্ত হলে তার মারাত্মক সংক্রমণ ও মৃত্যুঝুঁকি কম থাকবে।