গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ফরিদপুরে আরও তিন জনের মৃত্যু হয়েছে। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়াডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তারা হলেন শহরের পশ্চিম খাবাসপুরের বাসিন্দা মো: ফিরোজ (৬০), আলফাডাঙ্গা উপজেলার শিয়ালদি গ্রামের আনোয়ারা বেগম (৫০) ও সদর উপজেলার চরমাধবদিয়া গ্রামের হাসনা হেনা (৪৮)। এ নিয়ে জেলায় করোনায় মারা গেলেন ১৩৪ জন।
ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায় এ পর্যন্ত জেলায় ৯২৬৭জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৮৫৬৭ জন। রোববার (১১ই এপ্রিল) পর্যন্ত করোরায় প্রাণ গেছে ১৩৪ জনের। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৫৪৭জন। ফরিদপুরে আক্রান্তের হার শতকরা ২১.১২ এবং মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।
ফরিদপুরের সিভিল সার্জন ডা: মো: সিদ্দিকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুই নারী ও একজন পুরুষ মারা গেছে। স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন সম্পন্ন করা হবে।
মহামারী করোনার ভয়াবহতা প্রসঙ্গে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, বৈশ্বিক দূর্যোগ করোনার পাদুর্ভাব থেকে নিজের সুরক্ষা এবং অন্যের সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এর কোনো বিকল্প নেই।
তিনি বলেন, একটা জিনিস আমাদের মনে রাখা উচিত, করোনা জীবন মরণ সমস্যা। এখনও এর চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হয়নি। কেবল টিকা কার্যক্রম চলছে। এক্ষেত্রে সবার সচেতনতা ছাড়া কেবল মাত্র আইন প্রয়োগ করে এবং বিধি নিষেধ আরোপ করে করোনা মোকাবেলা করা দূরহ।
জেলা প্রশাসক বলেন, ফরিদপুর বাসীকেবলব স্বাস্থ্যবিধি মেনে চলুন। খুব জরুরী প্রয়োজন ব্যতীত ঘর হতে বের হওয়া থেকে বিরত থাকুন। ঘরের বাইরে সবসময় মাক্স পরিধান করুন। উপসর্গ দেখা মেয়া মাত্রই চিকিৎসকের পরামর্শ নিন। নিজে বাচুন এবং অন্যকে বাঁচতে দিন।