ফরিদপুরে বোয়ালমারী উপজেলায় ৮ বচরের শিশু ধর্ষনের চেষ্টার ঘটনা ঘটেছে। শুক্রবার উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনা- বারাশিয়া নদীর উত্তর পাড়ে রায়পুর শ্বশান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে শিশুটির মা বাদি হযে বোয়ালমারী থানায় ইউনুচ শেখ(৫০) নামে স’মিলের মিস্ত্রিকে আসামি করে মামরাটি করেন।ইউনুচ শেখ উপজেলার গুনবহা ইউনিয়নের বাগুয়ান গ্রামের বাসিন্দা। শিশুটি বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, শিশুটিসহ কযেকজন শিশু বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনা- বারাশিয়া নদীতে গোসল করেত যায়। গোসল করার সময় আসামি ইউনুচ শেখ গোসল করা অবস্থায় ঘাড়ে করে নিয়ে চন্দা-বারাশিয়া নদীর উত্তর পাড়ে রায়পুর শ্বশানসংলগ্ন বাগানে শিশুটিকে ধর্ষনের চেষ্টা চালায়। ঘটনার দিন রাত ১১টার দিকে শিশুটির পেট ব্যাথা ও শরীর জ্বালা পোড়া করলে শিশুটি কান্না শুরু করে। পরে মায়ের কাছে সবকিছু খুলে বললে সাথে সাথে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আমির হামজা প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতলে স্থানান্তর করেন।
এ ঘটনায শিশুটির মা বাদী হয়ে থানায় ইউনুচ শেখকে একমাত্র আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনের ৯ এর ৪ এর খ ধারায় বোয়ালমারী থানায় ধর্ষণ চেষ্টা মামলা করেন।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কম্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আমীর হামজা জানান, শিশুটি অসুস্থ অবস্থায় শুক্রবার রাত সাগে ১১টার দিকে হাসপাতালে আনা হলে ধর্ষণ চেষ্টার লক্ষণ পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাএে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গতকাল শনিবার থানায় মামলা তদন্তকারী কর্মকর্তা থানার উপপুলিশ পরিদর্শক রিপন কাজী বলেন এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে শনিবার দুপুরে থানায় মামলা দায়ের করেছেন । মামলার আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে।