ফরিদপুরে নগরকান্দা উপজেলার তালমায় যাত্রিবাহী মাহেন্দ্র গাড়ির সাথে একটি মালবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। সোমবার সকাল ১০টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাহেন্দ্র চালক সালথা উজেলার শৌলডুবি গ্রামের বেলাল বেপারীর ছেলে আবুল বাসার বেপারী (৩৫) এবং নগরকান্দা উপজেলার পুরুরা গ্রামের সাদেক শেখের ছেলে কামরুল শেখ ওরফে দিদারুল (৩৩) নিহতদের বাড়িতে চলছে কান্নার মাতম।
ভাঙ্গা থানা হাইওয়ে ওসি ওমর ফারুক জানান, ভাঙ্গা হতে একটি পিকআপ ভ্যান ফরিদপুর অভিমুখে যাওয়ার পথে বিপরীত দিক হতে আসা যাত্রিবাহী ওই মাহেন্দ্র গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।