বিএনপির ডাকা অবরোধের আগের দিনে ঢাকায় যাত্রীবাহী তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুজনকে আটক করে থানায় নিয়েছে পুলিশ।
সোমবার (১১ ডিসেম্বর) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে মিডলাইন পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মোহাম্মদপুর থানা সূত্রে গেছে, মোহাম্মদপুরে বাসে আগুন দেয়ার সময় দুজনকে আটক করা হয়। তারা হলো-মো. শাহিন ও আবু বকর। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছিল।
এছাড়া রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটের সামনে ডেল্টা লাইফ ইন্সুরেন্সের স্টাফ বাসে, বিকেল ৩টা ৩৫ মিনিটে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে ও সন্ধ্যায় আশুলিয়াতে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।
এর আগে ঢাকার আশুলিয়ায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যা ৭টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর এলাকায় বাংলাদেশ বেতারের সামনে এ ঘটনা ঘটে।
এদিকে, বিকেল সাড়ে ৩টার দিকে মতিঝিলে গাজীপুর পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। তবে, এতে কেউ হতাহত হননি।