ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পাকিস্তানের মানচিত্রে অবস্থান ধরে রাখতে রাষ্ট্রীয় মদদের সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ করতে হবে: ভারতীয় সেনাপ্রধান ইসরায়েল সেনাবাহিনীকে গাজায় অভিযান সীমিত করার নির্দেশ দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে কাজ করতে রাজি ইসরায়েল জার্মানির আকাশে গত ২৪ ঘণ্টায় একাধিক ড্রোন; বন্ধ হলো মিউনিখ বিমানবন্দর যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাবে জবাব দিয়েছে হামাস, ইসরায়েলকে বোমাবর্ষণ থামাতে ট্রাম্পের আহ্বান ট্রাম্পের ২০ দফা গাজা পরিকল্পনার বিষয়ে জবাব দিয়েছে হামাস এক নজরে বিশ্ব সংবাদ: ৩ অক্টোবর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ০৪ অক্টোবর এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল টাইগাররা

সরকারি কর্মচারীদের ক্ষমতার দম্ভ থাকা উচিত নয়: হাইকোর্ট

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধের মধ্যে রাজধানীতে চিকিৎসক, পুলিশ ও ম্যাজিস্ট্রেটের বাগবিতণ্ডার জেরে চিকিৎসক ও পুলিশের দুই সংগঠনের পাল্টাপাল্টি বিবৃতিতে উষ্মা প্রকাশ করেছে উচ্চ আদালত।

হাইকোর্ট বলেছে, এটি কাম্য নয়। সরকারি কর্মচারীদের পারস্পরিক সম্মানবোধ থাকতে হবে। কারও ক্ষমতার দম্ভ থাকা উচিত নয়।

বিবৃতির বিষয়টি মঙ্গলবার দৃষ্টিগোচর করা হলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ থেকে এমন মন্তব্য আসে।

গত ১৮ এপ্রিল রাজধানীর এলিফ্যান্ট রোডে পরিচয়পত্র ও পুলিশের ‘মুভমেন্ট পাস’ দেখানো নিয়ে চিকিৎসক, পুলিশ কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটের তুমুল বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সোমবার এ নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ নির্দেশনা চান। হাইকোর্ট তখন আইনজীবীকে বলে, ‘ডাক্তার চ্যালেঞ্জ করেছেন পুলিশকে। তাই ডাক্তারকে আদালতে আসতে হবে। এখানে আপনার (আইনজীবী) কিছু করার নেই।’

ওই ঘটনার প্রেক্ষিতে সোমবার চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পাল্টাপাল্টি বিবৃতি দেয়। বিবৃতির বিষয়টি মঙ্গলবার হাইকোর্টকে অবহিত করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এসময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

ইউনুছ আলীর উদ্দেশ্যে হাইকোর্ট বলে, এ নিয়ে গতকাল (সোমবার) আপনি এসেছিলেন। আপনি তো সংক্ষুদ্ধ নন। জবাবে আইনজীবী জানান তার মেয়ে চিকিৎসক এবং করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা করছেন। তার স্বজনদের মধ্যেও অনেকে চিকিৎসক রয়েছেন। যে কারণে তিনি সংক্ষুদ্ধ হয়ে আদালতে এসেছেন।

একপর্যায়ে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিবৃতি, পাল্টা বিবৃতি অনভিপ্রেত। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে সবাই দায়িত্বশীল আচরণ আশা করে। করোনার এই পরিস্থিতিতে প্রজাতন্ত্রের  সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পারস্পরিক সম্মানবোধ থাকতে হবে। সবাইকে দায়িত্বশীল হয়ে পেশাদারিত্ব দেখাতে হবে। এখানে ক্ষমতার দম্ভ থাকা উচিত নয়।’

এ সময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আদালতের উদ্দেশ্যে বলেন, ‘ঘটনাটি অপ্রত্যাশিতভাবে ঘটে গেছে। এটি দুখঃজনক।’

হাইকোর্ট এ সময় পরিস্থিতি প্রশমনে প্রয়োজনে অ্যাটর্নি জেনারেলকে ভূমিকা রাখতে বলে।

Tag :
জনপ্রিয়

পাকিস্তানের মানচিত্রে অবস্থান ধরে রাখতে রাষ্ট্রীয় মদদের সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ করতে হবে: ভারতীয় সেনাপ্রধান

সরকারি কর্মচারীদের ক্ষমতার দম্ভ থাকা উচিত নয়: হাইকোর্ট

Update Time : ০৫:০০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধের মধ্যে রাজধানীতে চিকিৎসক, পুলিশ ও ম্যাজিস্ট্রেটের বাগবিতণ্ডার জেরে চিকিৎসক ও পুলিশের দুই সংগঠনের পাল্টাপাল্টি বিবৃতিতে উষ্মা প্রকাশ করেছে উচ্চ আদালত।

হাইকোর্ট বলেছে, এটি কাম্য নয়। সরকারি কর্মচারীদের পারস্পরিক সম্মানবোধ থাকতে হবে। কারও ক্ষমতার দম্ভ থাকা উচিত নয়।

বিবৃতির বিষয়টি মঙ্গলবার দৃষ্টিগোচর করা হলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ থেকে এমন মন্তব্য আসে।

গত ১৮ এপ্রিল রাজধানীর এলিফ্যান্ট রোডে পরিচয়পত্র ও পুলিশের ‘মুভমেন্ট পাস’ দেখানো নিয়ে চিকিৎসক, পুলিশ কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটের তুমুল বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সোমবার এ নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ নির্দেশনা চান। হাইকোর্ট তখন আইনজীবীকে বলে, ‘ডাক্তার চ্যালেঞ্জ করেছেন পুলিশকে। তাই ডাক্তারকে আদালতে আসতে হবে। এখানে আপনার (আইনজীবী) কিছু করার নেই।’

ওই ঘটনার প্রেক্ষিতে সোমবার চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পাল্টাপাল্টি বিবৃতি দেয়। বিবৃতির বিষয়টি মঙ্গলবার হাইকোর্টকে অবহিত করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এসময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

ইউনুছ আলীর উদ্দেশ্যে হাইকোর্ট বলে, এ নিয়ে গতকাল (সোমবার) আপনি এসেছিলেন। আপনি তো সংক্ষুদ্ধ নন। জবাবে আইনজীবী জানান তার মেয়ে চিকিৎসক এবং করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা করছেন। তার স্বজনদের মধ্যেও অনেকে চিকিৎসক রয়েছেন। যে কারণে তিনি সংক্ষুদ্ধ হয়ে আদালতে এসেছেন।

একপর্যায়ে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিবৃতি, পাল্টা বিবৃতি অনভিপ্রেত। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে সবাই দায়িত্বশীল আচরণ আশা করে। করোনার এই পরিস্থিতিতে প্রজাতন্ত্রের  সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পারস্পরিক সম্মানবোধ থাকতে হবে। সবাইকে দায়িত্বশীল হয়ে পেশাদারিত্ব দেখাতে হবে। এখানে ক্ষমতার দম্ভ থাকা উচিত নয়।’

এ সময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আদালতের উদ্দেশ্যে বলেন, ‘ঘটনাটি অপ্রত্যাশিতভাবে ঘটে গেছে। এটি দুখঃজনক।’

হাইকোর্ট এ সময় পরিস্থিতি প্রশমনে প্রয়োজনে অ্যাটর্নি জেনারেলকে ভূমিকা রাখতে বলে।