ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
প্রথম বাংলাদেশি তারকা হিসেবে শাকিব আরব আমিরাতের গোল্ডেন ভিসার রিকমেন্ডেশন পেয়েছেন সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, তবে যে কোনো সময় জ্বলে উঠতে পারে আগামী ৭২ ঘণ্টায় সারাদেশে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি সুন্দরবনের আগুন নেভাতে ৫ বাহিনী সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন ফরিদপুর জেলা প্যানেল এর বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও বিস্কুট বিতরণ স্টপেজ দাবিতে ফরিদপুর রেলস্টেশনে ঢাকামুখী চন্দনা কমিউটার ট্রেনের গতিরোধ সশস্ত্র বাহিনীকেও গড়ে তোলা হচ্ছে আধুনিক, দক্ষ ও সময়োপযোগী বাহিনী হিসেবে দেশে দেশে ছড়িয়ে পড়েছে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ চলতি সপ্তাহেই গাজায় বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হতে পারে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের গুলি, গ্রেপ্তার আরও ১১২

অব্যাহত থাকবে তাপপ্রবাহ, বাড়তে পারে হিট অ্যালার্ট

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৩৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
  • ৮ Time View

আবহাওয়া অধিদফতর বলছে— আজ বৃহস্পতিবার থেকে পরবর্তী তিনদিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে আরো তিনদিন হিট অ্যালার্টের (তাপপ্রবাহের সতর্কবার্তা) মেয়াদ বাড়তে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, এখনই বড় পরিসরে বৃষ্টি হচ্ছে না। বড় পরিসরে বৃষ্টির জন্য চলতি মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে।

মো. আজিজুর রহমান বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক। তিনি জানান, আগে জারি করা তিনদিনের হিট অ্যালার্ট বুধবার শেষ হয়েছে। বৃহস্পতিবার থেকে আরও তিনদিনের হিট অ্যালার্ট জারি করা হবে।

হিট অ্যালার্টের মেয়াদ আরও তিনদিন বাড়ানোর পরিকল্পনার কারণ হিসেবে তিনি বলেন, আপাতত বড় পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। বড় পরিসরে বৃষ্টি হলে তাপপ্রবাহ দূর হবে।

আবহাওয়াবিদ আজিজুর রহমান বলেন, চলতি মাসে তাপপ্রবাহ পুরোপুরি দূর হওয়ার সম্ভাবনা নেই। আমরা দেখছি, এটা মে মাসের ২/৩ তারিখ পর্যন্ত চলবে। এরপর হয়তো বিভিন্ন অঞ্চলে কিছু বৃষ্টির সম্ভাবনা আছে। তার আগে বড় পরিসরে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিচ্ছিন্নভাবে দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্য বলছে, বুধবার খুলনা বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

বুধবার সন্ধ্যা ৬টা পরবর্তী পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা অব্যাহত থাকতে পারে।

Tag :

প্রথম বাংলাদেশি তারকা হিসেবে শাকিব আরব আমিরাতের গোল্ডেন ভিসার রিকমেন্ডেশন পেয়েছেন

অব্যাহত থাকবে তাপপ্রবাহ, বাড়তে পারে হিট অ্যালার্ট

Update Time : ০৩:৩৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

আবহাওয়া অধিদফতর বলছে— আজ বৃহস্পতিবার থেকে পরবর্তী তিনদিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে আরো তিনদিন হিট অ্যালার্টের (তাপপ্রবাহের সতর্কবার্তা) মেয়াদ বাড়তে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, এখনই বড় পরিসরে বৃষ্টি হচ্ছে না। বড় পরিসরে বৃষ্টির জন্য চলতি মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে।

মো. আজিজুর রহমান বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক। তিনি জানান, আগে জারি করা তিনদিনের হিট অ্যালার্ট বুধবার শেষ হয়েছে। বৃহস্পতিবার থেকে আরও তিনদিনের হিট অ্যালার্ট জারি করা হবে।

হিট অ্যালার্টের মেয়াদ আরও তিনদিন বাড়ানোর পরিকল্পনার কারণ হিসেবে তিনি বলেন, আপাতত বড় পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। বড় পরিসরে বৃষ্টি হলে তাপপ্রবাহ দূর হবে।

আবহাওয়াবিদ আজিজুর রহমান বলেন, চলতি মাসে তাপপ্রবাহ পুরোপুরি দূর হওয়ার সম্ভাবনা নেই। আমরা দেখছি, এটা মে মাসের ২/৩ তারিখ পর্যন্ত চলবে। এরপর হয়তো বিভিন্ন অঞ্চলে কিছু বৃষ্টির সম্ভাবনা আছে। তার আগে বড় পরিসরে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিচ্ছিন্নভাবে দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্য বলছে, বুধবার খুলনা বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

বুধবার সন্ধ্যা ৬টা পরবর্তী পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা অব্যাহত থাকতে পারে।