ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
এক নজরে বিশ্ব সংবাদ: ১৫ সেপ্টেম্বর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি ১৬ সেপ্টেম্বর ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা তরুণরা জেগে উঠলে কোনো শক্তি দমিয়ে রাখতে পারে না: প্রধান উপদেষ্টা পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুরে অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে আন্দোলনরতদের সাথে ব্যাপক সংঘর্ষ, বিভিন্ন স্থাপনায় ভাঙচুর-আগুন পিআর পদ্ধতি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে জামায়াতের কর্মসূচি ঘোষণা ফরিদপুরের ব্যবসায়ী খান মাহবুব এর ৫ম মৃত্যু বার্ষিকী আজ ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে ১৬টি ভবন ধ্বংস করেছে, নিহত ৫৩

আমি কাউকে এমন কোন বক্তব্যে দেইনি; যেটা ছড়ানো হয়েছে, তা সুপার এডিট করা: ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস

মেয়র হওয়ার পর নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে। এ নিয়ে তার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেন ফরিদপুরের শংকর মিত্র নামের এক ব্যক্তি। ওই অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনকে উদ্দেশ্যে করে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন পৌর মেয়র অমিতাভ বোস। এমনই একটি অডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক অভিও বার্তায় শোনা যায়, মেয়র অমিতাভ বোস দুদক ও মন্ত্রণালয়কে অকথ্য ভাষায় গালাগাল করছেন। এছাড়া ফরিদপুরে আওয়ামী লীগের রাজনীতি নিয়েও নানা মন্তব্য করতে শোনা যাচ্ছে। ভাইরাল হওয়া অডিওতে তিনি বলছেন, ‘ফরিদপুরে আওয়ামী রাজনীতি করতে হলে তাকে সেজদাহ দিয়ে রাজনীতি করতে হবে।’

অডিওতে তিনি বলেন, ‘এই ফরিদপুর পৌরসভায় আমার চেয়ার কেড়ে নেয়ার কেউ নেই, চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম।’ সাবেক মন্ত্রী খন্দকার মোশারফকে গালমন্দ করে তিনি বলেন, ‘আমি মোশারফেরও…..(গালাগাল) এখন মন্ত্রণালয়, দুদককেও…..(গালাগাল) সময় নেই।’

‘আমার নিজস্ব বাহিনী আছে, আমার সামনে এসে দেখেন, আওয়াজ থাকবে না ফরিদপুর শহরে। এ শহরে কোন আওয়াজ রাখতে দিবো না। আমাকে সেজদাহ দিয়েই আওয়ামী রাজনীতি করতে হবে, ভাষা হলো পরিস্কার। আমি মোশারফর মিয়ার সাথে খেলে এই জায়গায় আসছি, ছোট খাটো প্লেয়ার না। খেলা অব্যাহত রাখেন, খেলতে খেলতে একসময় দেয়া হবে বালুকাবেলায়।’

ভাইরাল হওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে পৌর মেয়র অমিতাভ বোস বলেন, আমি কাউকে এমন কোন বক্তব্যে দেইনি। যেটা ছড়ানো হয়েছে, তা সুপার এডিট করা। আমার এ বিষয়ে কোন মন্তব্য নেই।

Tag :
জনপ্রিয়

এক নজরে বিশ্ব সংবাদ: ১৫ সেপ্টেম্বর ২০২৫

আমি কাউকে এমন কোন বক্তব্যে দেইনি; যেটা ছড়ানো হয়েছে, তা সুপার এডিট করা: ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস

Update Time : ০৩:৩০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২

মেয়র হওয়ার পর নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে। এ নিয়ে তার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেন ফরিদপুরের শংকর মিত্র নামের এক ব্যক্তি। ওই অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনকে উদ্দেশ্যে করে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন পৌর মেয়র অমিতাভ বোস। এমনই একটি অডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক অভিও বার্তায় শোনা যায়, মেয়র অমিতাভ বোস দুদক ও মন্ত্রণালয়কে অকথ্য ভাষায় গালাগাল করছেন। এছাড়া ফরিদপুরে আওয়ামী লীগের রাজনীতি নিয়েও নানা মন্তব্য করতে শোনা যাচ্ছে। ভাইরাল হওয়া অডিওতে তিনি বলছেন, ‘ফরিদপুরে আওয়ামী রাজনীতি করতে হলে তাকে সেজদাহ দিয়ে রাজনীতি করতে হবে।’

অডিওতে তিনি বলেন, ‘এই ফরিদপুর পৌরসভায় আমার চেয়ার কেড়ে নেয়ার কেউ নেই, চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম।’ সাবেক মন্ত্রী খন্দকার মোশারফকে গালমন্দ করে তিনি বলেন, ‘আমি মোশারফেরও…..(গালাগাল) এখন মন্ত্রণালয়, দুদককেও…..(গালাগাল) সময় নেই।’

‘আমার নিজস্ব বাহিনী আছে, আমার সামনে এসে দেখেন, আওয়াজ থাকবে না ফরিদপুর শহরে। এ শহরে কোন আওয়াজ রাখতে দিবো না। আমাকে সেজদাহ দিয়েই আওয়ামী রাজনীতি করতে হবে, ভাষা হলো পরিস্কার। আমি মোশারফর মিয়ার সাথে খেলে এই জায়গায় আসছি, ছোট খাটো প্লেয়ার না। খেলা অব্যাহত রাখেন, খেলতে খেলতে একসময় দেয়া হবে বালুকাবেলায়।’

ভাইরাল হওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে পৌর মেয়র অমিতাভ বোস বলেন, আমি কাউকে এমন কোন বক্তব্যে দেইনি। যেটা ছড়ানো হয়েছে, তা সুপার এডিট করা। আমার এ বিষয়ে কোন মন্তব্য নেই।