ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অবস্থিত দুটিডায়াগনষ্টিক সেন্টারবন্ধকরে দিয়েছে সিভিল সার্জন মো. ছিদ্দীকুররহমান। গতকাল মঙ্গলবার দুপুওে আলফাডাঙ্গা সরকারী হাসপাতালের সামনে অবস্থিত লাইফ কেয়ারডায়াগনষ্টিক সেন্টার ও স্কয়ারডায়াগনষ্টিক সেন্টারে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে ওই দুটি ডায়াগনষ্টিক সেন্টারে বৈধ কোন কাগজপত্র না থাকা এবং সরকারের অনুমোদন না থাকায় ডায়াগনষ্টিক সেন্টার দুটি বন্ধ করে দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত কওে সিভিল সার্জন মো.ছিদ্দীকুর রহমান বলেন, তিনি নিজে এ অভিযানে নেতৃত্ব দিয়ে কোন বৈধ কাগজ না থাকায় ডায়াগনষ্টিক সেন্টার দুটি বন্ধ করা হয়েছে। তিনিবলেন, জেলায় ব্যাঙের ছাতার মতো প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার গজিয়ে উঠেছে। যার বেশীর ভাগেরই কোন অনুমতি ও বৈধ কাগজপত্র নেই। প্রতিটি উপজেলায় এ ধরনেরঅভিযান চলবে বলে তিনি জানান।