ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬৬ জন ফিলিস্তিনি নিহত এবং ২৬৫ জন আহত এক নজরে বিশ্ব সংবাদ: ৪ অক্টোবর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ০৫ অক্টোবর ভারতীয় আধিপত্য তাড়াইয়া আমেরিকা ওয়াশিংটনের আধিপত্যের শিকার হতে চাই না- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব পাকিস্তানের মানচিত্রে অবস্থান ধরে রাখতে রাষ্ট্রীয় মদদের সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ করতে হবে: ভারতীয় সেনাপ্রধান ইসরায়েল সেনাবাহিনীকে গাজায় অভিযান সীমিত করার নির্দেশ দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে কাজ করতে রাজি ইসরায়েল জার্মানির আকাশে গত ২৪ ঘণ্টায় একাধিক ড্রোন; বন্ধ হলো মিউনিখ বিমানবন্দর যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাবে জবাব দিয়েছে হামাস, ইসরায়েলকে বোমাবর্ষণ থামাতে ট্রাম্পের আহ্বান

ইউটিউব ও ফেসবুকসহ সামাজিক যোগযোগমাধ্যমগুলোকে নিবন্ধনের মধ্যদিয়ে আইনের আওতায় আনতে চায় সরকার

অপপ্রচার, বিজ্ঞাপণের অর্থ লেনদেনসহ নানা বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে ইউটিউব ও ফেসবুকসহ সামাজিক যোগযোগমাধ্যমগুলোকে নিবন্ধনের মধ্যদিয়ে আইনের আওতায় আনতে চায় সরকার। সেই সঙ্গে বাংলাদেশে এসব প্রতিষ্ঠানের অফিস খোলার বাধ্যবাধকতাও আরোপ করা হচ্ছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে ব্রিফিংয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভার সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘গুগল এবং অ্যামাজন ইতোমধ্যে তারা ভ্যাটের আওতায় এসেছে। রেজিস্ট্রেশন করেছে। আমরা চাই, অন্যান্য যারা করেনি সেগুলো আইনের আওতায় রেজিস্ট্রেশনের আওতায় আসুক।’
‘আমরা চাই, ফেসবুক ইউটিউব রেজিস্ট্রেশনের আওতায় নিবন্ধনের আওতায় আসুক। যাতে আমরা তাদের ধরতে পারি। কে কোথা থেকে কী করে, তার কিছু পাওয়া যায় না। একজনের কারণে পাঁচজন সমালোচিত হয়, পাঁচজন ক্ষতিগ্রস্ত হয়।’
সরকার সবার জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এখানে যেমন অনেকেই ভালো কাজ করছেন, অল্পসংখ্যক আবার এমন সব তথ্য উপাত্ত মিথ্যাচার করেন, যা সকলের জন্যই স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকি স্বরূপ।
‘এজন্য আমরা বলেছি সবাই যেন রেজিস্ট্রেশন করে। আইনের আওতায় আসুক। তারা তাদের স্বাধীন মত কাজ করুক। সংবাদ আদান প্রদানে কোনো প্রকার হস্তক্ষেপই সরকার করবে না।’
তবে অপরাধ করলে কাউকে ছাড় নয় জানিয়ে মন্ত্রী বলেন, ‘যিনি অপরাধ করবেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদের সাফারিংস থাকবে না। সেই হিসেবে আমরা বলেছি, আমাদের বিটিআরসির চেয়ারম্যান সাহেবকে নির্দেশনা দিয়েছি।
‘একইভাবে আমরা বাংলাদেশ ব্যাংককেও আমরা নির্দেশনা দিয়েছি, (সামাজিক যোগাযোগমাধ্যমে) যারা বিজ্ঞাপণ দেয়, তারা টাকাটা কীভাবে দেয়। বাংলাদেশে যারা আছে, তাদের হিসাবটা পাওয়া যাবে। কিন্তু বিদেশে যারা বিজ্ঞাপণ দেয়, যাদের রেজিস্ট্রেশন নাই… আর বিনা পয়সায় তো কেউ বিজ্ঞাপণ প্রচার করে না। করলে তো সবারটা করত। তারা কারা যে সমস্ত কোম্পানি দেয়, উনারা কীভাবে দেয়- সেই তথ্য আগামী সভায় উপস্থাপন করতে হবে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপণদাতারা কীভাবে অর্থ পরিশোধ করে সেই তথ্যও খুঁজে বের করারও নির্দেশ দিয়েছে আইন-শৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা।
আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘যাদের বিজ্ঞাপণ যায়, কীভাবে যায় এবং বিজ্ঞাপণের টাকা সেই প্রতিষ্ঠানকে কীভাবে পেমেন্ট করে, সেটা কী লিগ্যালি করে, নাকি ইলিগ্যালি করে, ব্যাংকের মাধ্যমে যায়, নাকি হুন্ডির মাধ্যমে যায়- সেটা আমরা জানতে চেয়েছি। পরবর্তী সভায় সেই তথ্য উপস্থাপন করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও বাংলাদেশ ব্যাংককে সেই নির্দেশনা দিয়েছি।’
দেশে এসব ডিজিটাল প্ল্যাটফর্মের একটা অফিস থাকাও দরকার বলে মনে করছে সরকার।
এ ব্যাপারে আ ক ম মোজাম্মেল বলেন, ‘ইউটিউব, গুগল এসবের অফিস আমাদের এখানে না থাকার কারণে আমার মনে হয় অনেক কিছুই নিয়ন্ত্রণে আনা যায় না। আমাদের দেশে এত বেশি কাস্টমার, এগুলোর ব্যবহারকারী ফলে এখানে অফিস থাকা খুবই লাভজনক হবে। তারা যদি এই কথা না শোনে, তাহলে পরবর্তীতে আমরা ভেবে দেখব কী ব্যবস্থা নেয়া যায়। তাদের প্রতি আমাদের অনুরোধ অব্যাহত থাকবে। ভারতে তাদের অফিস আছে। অনুরূপভাবে বাংলাদেশেও যাতে তাদের অফিস থাকে। যাতে কোনো অন্যায় হলে আমরা বলতে পারি।’
মন্ত্রী বলেন, ‘আমরা চাই সবাই আইনের মধ্যে থাকুক। কারও ওপর আইনের অপপ্রয়োগ আমরা চাই না। আমরাও কারও দ্বারা আইনের অপপ্রয়োগের শিকার হতে চাই না।’
Tag :
জনপ্রিয়

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬৬ জন ফিলিস্তিনি নিহত এবং ২৬৫ জন আহত

ইউটিউব ও ফেসবুকসহ সামাজিক যোগযোগমাধ্যমগুলোকে নিবন্ধনের মধ্যদিয়ে আইনের আওতায় আনতে চায় সরকার

Update Time : ০৫:০০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
অপপ্রচার, বিজ্ঞাপণের অর্থ লেনদেনসহ নানা বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে ইউটিউব ও ফেসবুকসহ সামাজিক যোগযোগমাধ্যমগুলোকে নিবন্ধনের মধ্যদিয়ে আইনের আওতায় আনতে চায় সরকার। সেই সঙ্গে বাংলাদেশে এসব প্রতিষ্ঠানের অফিস খোলার বাধ্যবাধকতাও আরোপ করা হচ্ছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে ব্রিফিংয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভার সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘গুগল এবং অ্যামাজন ইতোমধ্যে তারা ভ্যাটের আওতায় এসেছে। রেজিস্ট্রেশন করেছে। আমরা চাই, অন্যান্য যারা করেনি সেগুলো আইনের আওতায় রেজিস্ট্রেশনের আওতায় আসুক।’
‘আমরা চাই, ফেসবুক ইউটিউব রেজিস্ট্রেশনের আওতায় নিবন্ধনের আওতায় আসুক। যাতে আমরা তাদের ধরতে পারি। কে কোথা থেকে কী করে, তার কিছু পাওয়া যায় না। একজনের কারণে পাঁচজন সমালোচিত হয়, পাঁচজন ক্ষতিগ্রস্ত হয়।’
সরকার সবার জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এখানে যেমন অনেকেই ভালো কাজ করছেন, অল্পসংখ্যক আবার এমন সব তথ্য উপাত্ত মিথ্যাচার করেন, যা সকলের জন্যই স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকি স্বরূপ।
‘এজন্য আমরা বলেছি সবাই যেন রেজিস্ট্রেশন করে। আইনের আওতায় আসুক। তারা তাদের স্বাধীন মত কাজ করুক। সংবাদ আদান প্রদানে কোনো প্রকার হস্তক্ষেপই সরকার করবে না।’
তবে অপরাধ করলে কাউকে ছাড় নয় জানিয়ে মন্ত্রী বলেন, ‘যিনি অপরাধ করবেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদের সাফারিংস থাকবে না। সেই হিসেবে আমরা বলেছি, আমাদের বিটিআরসির চেয়ারম্যান সাহেবকে নির্দেশনা দিয়েছি।
‘একইভাবে আমরা বাংলাদেশ ব্যাংককেও আমরা নির্দেশনা দিয়েছি, (সামাজিক যোগাযোগমাধ্যমে) যারা বিজ্ঞাপণ দেয়, তারা টাকাটা কীভাবে দেয়। বাংলাদেশে যারা আছে, তাদের হিসাবটা পাওয়া যাবে। কিন্তু বিদেশে যারা বিজ্ঞাপণ দেয়, যাদের রেজিস্ট্রেশন নাই… আর বিনা পয়সায় তো কেউ বিজ্ঞাপণ প্রচার করে না। করলে তো সবারটা করত। তারা কারা যে সমস্ত কোম্পানি দেয়, উনারা কীভাবে দেয়- সেই তথ্য আগামী সভায় উপস্থাপন করতে হবে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপণদাতারা কীভাবে অর্থ পরিশোধ করে সেই তথ্যও খুঁজে বের করারও নির্দেশ দিয়েছে আইন-শৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা।
আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘যাদের বিজ্ঞাপণ যায়, কীভাবে যায় এবং বিজ্ঞাপণের টাকা সেই প্রতিষ্ঠানকে কীভাবে পেমেন্ট করে, সেটা কী লিগ্যালি করে, নাকি ইলিগ্যালি করে, ব্যাংকের মাধ্যমে যায়, নাকি হুন্ডির মাধ্যমে যায়- সেটা আমরা জানতে চেয়েছি। পরবর্তী সভায় সেই তথ্য উপস্থাপন করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও বাংলাদেশ ব্যাংককে সেই নির্দেশনা দিয়েছি।’
দেশে এসব ডিজিটাল প্ল্যাটফর্মের একটা অফিস থাকাও দরকার বলে মনে করছে সরকার।
এ ব্যাপারে আ ক ম মোজাম্মেল বলেন, ‘ইউটিউব, গুগল এসবের অফিস আমাদের এখানে না থাকার কারণে আমার মনে হয় অনেক কিছুই নিয়ন্ত্রণে আনা যায় না। আমাদের দেশে এত বেশি কাস্টমার, এগুলোর ব্যবহারকারী ফলে এখানে অফিস থাকা খুবই লাভজনক হবে। তারা যদি এই কথা না শোনে, তাহলে পরবর্তীতে আমরা ভেবে দেখব কী ব্যবস্থা নেয়া যায়। তাদের প্রতি আমাদের অনুরোধ অব্যাহত থাকবে। ভারতে তাদের অফিস আছে। অনুরূপভাবে বাংলাদেশেও যাতে তাদের অফিস থাকে। যাতে কোনো অন্যায় হলে আমরা বলতে পারি।’
মন্ত্রী বলেন, ‘আমরা চাই সবাই আইনের মধ্যে থাকুক। কারও ওপর আইনের অপপ্রয়োগ আমরা চাই না। আমরাও কারও দ্বারা আইনের অপপ্রয়োগের শিকার হতে চাই না।’