গাজার সরকারি গণমাধ্যম দপ্তর ইসরায়েলের এই হামলাকে নাগরিক স্থাপনাগুলোতে পরিকল্পিত বোমাবর্ষণ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে।
ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় ৫৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং গাজা সিটিতে ১৬টি ভবন ধ্বংস করেছে, যার মধ্যে তিনটি আবাসিক টাওয়ারও রয়েছে। উত্তরাঞ্চলীয় নগরী দখল ও জনসংখ্যাকে জোরপূর্বক উচ্ছেদের লক্ষ্যে তারা এই হামলা চালাচ্ছে।
রবিবার একদিনেই গাজা সিটিতে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। খবর আল জাজিরার।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আরো দুজন ফিলিস্তিনি অপুষ্টিজনিত কারণে মারা গেছেন। ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে শুধু ক্ষুধা ও দুর্ভিক্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২২ জনে।
গাজা সিটির দক্ষিণ রিমাল মহল্লার আল-কাওসার টাওয়ারকে ইসরায়েলি সেনারা প্রথমে লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করে। দুই ঘণ্টা পর একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়।