করোনায় জীবন দিলেন পুলিশের আরও এক গর্বিত সদস্য। কোভিড-১৯ আক্রান্ত হয়ে ময়মনসিংহের নান্দাইল থানার এক এসআইয়ের মৃত্যু হয়েছে।
জেলার পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, শুক্রবার সকালে ঢাকায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. নাজিম উদ্দিন (৪১) নামে এই এসআই মারা যান।
নাজিম ময়মনসিংহের নান্দাইল থানায় দায়িত্বে ছিলেন। শেরপুরের নকলা উপজেলার ছাতুগাঁও গ্রামে তার বাড়ি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা ও ১ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তিনি শেরপুর জেলার নকলা থানার ছাতুগাও গ্রামে জন্মগ্রহণ করেন । তিনি ২০০১ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, গত ২৭ মার্চ এসআই নাজিম উদ্দিনের করোনাভাইরাস ধরা পড়ে। তিনি বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে ৫ এপ্রিল রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।
পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান ওসি মিজানুর।
পুলিশ সুপার বলেন, “করোনাভাইরাস যোদ্ধা হিসেবে আমাদের আরও এক পুলিশ ভাইয়ের মৃত্যু হল। আমরা গভীরভাবে শোকাহত। তবু আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। দায়িত্ব থেকে আমরা পিছপা হব না। যতই মৃত্যু আসুক না কেন, পুলিশ দায়িত্ব পালনে কখনও পিছপা হবে না। তবে এই সময়ে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাই।”