ফরিদপুরের বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য,বিএনপির ঢাকা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক,আবাহনী ক্লাব,ঢাকার সাবেক সভাপতি মরহুম ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার মেঝ ছেলে,মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের ভাই চৌধুরী আকমল ইবনে ইউসুফ রবিবার(১৯ ডিসেম্বর)ঢাকার বনানীস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
তার বয়স হয়েছিল ৭৪ বছর।মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
চৌধুরী আকমল ইবনে ইউসুফ এর এপিএস মিজানুর রহমান জানান,রবিবার রাত সাড়ে ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি বনানীস্থ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগ, উচ্চরক্তচাপ ও ডায়াবেটিক রোগে ভুগছিলেন। তার ওপেন হাট সার্জারী ছিল।এছাড়া গত আড়াই মাস আগে তিনি করোনায় আক্রান্ত হলেও পরে তার করোনা নেগেটিভ আসে।
তিনি জানান,আজ রবিবার বাদ আসর শহরের কমলাপুরস্থ ময়েজউদ্দিন হাই স্কুল মাঠে চৌধুরী আকমল ইবনে ইউসুফ’এর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।পরে তাকে মযেজমঞ্জিল পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।তার মৃত্যুতে ফরিদপুরে গভীর শোকের ছায়া নেমে এসেছে।