চীনের সিনোফার্ম থেকে কেনা করোনাভাইরাসের (কভিড-১৯) আরও ৩০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তিনটি ফ্লাইটে বৃহস্পতিবার রাতে টিকাগুলো দেশে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।
জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় প্রথম ফ্লাইটে ১০ লাখ ডোজ টিকা নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে একটি বিমান।
এরপর রাত সোয়া ১টায় দ্বিতীয় চালানে আরও ১০ লাখ টিকা পৌঁছায়। তৃতীয় ফ্লাইটটি আরও ১০ লাখ টিকা নিয়ে রাত সোয়া ৩টায় বিমানবন্দরে অবতরণ করে।
প্রসঙ্গত, সিনোফার্মের সঙ্গে ৩ কোটি ডোজ টিকা কেনার চুক্তি করা হয়েছে। সে মোতাবেক প্রথম দফায় ৩ জুলাই ২০ লাখ আর দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরও ২০ লাখ টিকা আসে।
এছাড়াও বাংলাদেশকে দুই দফায় সিনোফার্মের ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে ৫ লাখ ডোজ আর দ্বিতীয় দফায় ১৩ জুন ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।