ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬৬ জন ফিলিস্তিনি নিহত এবং ২৬৫ জন আহত এক নজরে বিশ্ব সংবাদ: ৪ অক্টোবর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ০৫ অক্টোবর ভারতীয় আধিপত্য তাড়াইয়া আমেরিকা ওয়াশিংটনের আধিপত্যের শিকার হতে চাই না- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব পাকিস্তানের মানচিত্রে অবস্থান ধরে রাখতে রাষ্ট্রীয় মদদের সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ করতে হবে: ভারতীয় সেনাপ্রধান ইসরায়েল সেনাবাহিনীকে গাজায় অভিযান সীমিত করার নির্দেশ দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে কাজ করতে রাজি ইসরায়েল জার্মানির আকাশে গত ২৪ ঘণ্টায় একাধিক ড্রোন; বন্ধ হলো মিউনিখ বিমানবন্দর যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাবে জবাব দিয়েছে হামাস, ইসরায়েলকে বোমাবর্ষণ থামাতে ট্রাম্পের আহ্বান

দেশে প্রথমবার আসছে ভিভো’র ’ফ্ল্যাগশিপ কিলার’ স্মার্টফোন

মিডরেঞ্জের স্মার্টফোন থেকে সরে এসে অনেক গ্রাহকের ঝোঁক এখন ফ্ল্যাগশিপে। পছন্দের ব্র্যান্ডের সবচেয়ে সেরা সিরিজের, সেরা ক্যামেরা ও সেরা মানের স্মার্টফোনটি নিতে ফ্ল্যাগশিপ ফোনের যেনো কোনো বিকল্প নেই । দেশি-বিদেশি কোম্পানিগুলোও তাই আধুনিক  প্রযুক্তির সমন্বয়ে নিজেদের সেরাটি নিয়ে আসছে বাজারে।

এরই ধারাবাহিকতায় দেশে এবার আসছে ভিভো’র এক্স সিরিজের ’ফ্ল্যাগশিপ কিলার’ স্মার্টফোন । ভিভো’র সবগুলো সিরিজের মধ্যে এক্স সিরিজের স্মার্টফোনগুলো সর্বাধিক প্রিমিয়াম লেভেলের । এর আগে বাংলাদেশে ভিভো’র ভি, ওয়াই এবং এস সিরিজের স্মার্টফোনগুলো এলেও- এক্স সিরিজের ফোন দেশে এবারই প্রথম আসবে ।

তবে ভিভো বাংলাদেশ থেকে এখনও এক্স সিরিজটির নির্দিষ্ট কোনো মডেল বা স্পেসিফিকেশন্স নিয়ে কোনো ঘোষণা আসেনি । এদিকে কিছুদিন আগেই পাশর্^বর্তী দেশ ভারতে যাত্রা শুরু করেছে ভিভো’র এক্স ৫০ স্মার্টফোনটি । এরই মধ্যে দেশটিতে আবার এক্স ৬০ আনার ঘোষণাও দিয়েছে ভিভো ।

ভিভো বাংলাদেশ এর তথ্যমতে, ভিভো’র এক্স সিরিজের স্মার্টফোনগুলো ’ফ্ল্যাগশিপ কিলার’ স্মার্টফোন । এক্স সিরিজ দিয়ে বাংলাদেশের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বাজারে আধিপত্য বিস্তার করতে চায় ভিভো । পাশাপাশি এই ভিভো এক্স সিরিজ বাংলাদেশে এলে বর্তমানে বাজারে থাকা আইফোন ১১, আইফোন ১১ প্রো, স্যামসাং এস২০,  স্যামসাং এস২০  আলট্রা, হুয়াওয়ে পি৪০- এই ফোনগুলোর সমমানের প্রতিদ্বন্দ¦ী হবে । একই সাথে এটি হবে বাংলাদেশে ভিভো’র সবচেয়ে দামি ও প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোন ।

Tag :
জনপ্রিয়

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬৬ জন ফিলিস্তিনি নিহত এবং ২৬৫ জন আহত

দেশে প্রথমবার আসছে ভিভো’র ’ফ্ল্যাগশিপ কিলার’ স্মার্টফোন

Update Time : ০৫:৩৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১

মিডরেঞ্জের স্মার্টফোন থেকে সরে এসে অনেক গ্রাহকের ঝোঁক এখন ফ্ল্যাগশিপে। পছন্দের ব্র্যান্ডের সবচেয়ে সেরা সিরিজের, সেরা ক্যামেরা ও সেরা মানের স্মার্টফোনটি নিতে ফ্ল্যাগশিপ ফোনের যেনো কোনো বিকল্প নেই । দেশি-বিদেশি কোম্পানিগুলোও তাই আধুনিক  প্রযুক্তির সমন্বয়ে নিজেদের সেরাটি নিয়ে আসছে বাজারে।

এরই ধারাবাহিকতায় দেশে এবার আসছে ভিভো’র এক্স সিরিজের ’ফ্ল্যাগশিপ কিলার’ স্মার্টফোন । ভিভো’র সবগুলো সিরিজের মধ্যে এক্স সিরিজের স্মার্টফোনগুলো সর্বাধিক প্রিমিয়াম লেভেলের । এর আগে বাংলাদেশে ভিভো’র ভি, ওয়াই এবং এস সিরিজের স্মার্টফোনগুলো এলেও- এক্স সিরিজের ফোন দেশে এবারই প্রথম আসবে ।

তবে ভিভো বাংলাদেশ থেকে এখনও এক্স সিরিজটির নির্দিষ্ট কোনো মডেল বা স্পেসিফিকেশন্স নিয়ে কোনো ঘোষণা আসেনি । এদিকে কিছুদিন আগেই পাশর্^বর্তী দেশ ভারতে যাত্রা শুরু করেছে ভিভো’র এক্স ৫০ স্মার্টফোনটি । এরই মধ্যে দেশটিতে আবার এক্স ৬০ আনার ঘোষণাও দিয়েছে ভিভো ।

ভিভো বাংলাদেশ এর তথ্যমতে, ভিভো’র এক্স সিরিজের স্মার্টফোনগুলো ’ফ্ল্যাগশিপ কিলার’ স্মার্টফোন । এক্স সিরিজ দিয়ে বাংলাদেশের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বাজারে আধিপত্য বিস্তার করতে চায় ভিভো । পাশাপাশি এই ভিভো এক্স সিরিজ বাংলাদেশে এলে বর্তমানে বাজারে থাকা আইফোন ১১, আইফোন ১১ প্রো, স্যামসাং এস২০,  স্যামসাং এস২০  আলট্রা, হুয়াওয়ে পি৪০- এই ফোনগুলোর সমমানের প্রতিদ্বন্দ¦ী হবে । একই সাথে এটি হবে বাংলাদেশে ভিভো’র সবচেয়ে দামি ও প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোন ।