মাহবুব পিয়াল,ফরিদপুর : ১২ অক্টোবর বৃহস্পতিবার থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরান, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি করছিল সুমন মালো (৩৫)। আর ভ্রাম্যমান আদালতের হাতে ধরা পরে সে।গুনতে হয়েছে জরিমানা আর ভবিষতের এমন কাজ থেকে বিরত থাকতে সর্তক করা হয়েছে তাকে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ফরিদপুরের সদরপুর উপজেলায় কৃষ্ণপুর বাজারে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আহসান মাহমুদ রাসেল তার অফিস কক্ষে ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ও সর্তক করেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, সুমনকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫/১ ধারায় জরিমানা করা হয়েছে। ১২ অক্টোবর হতে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরান, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। ইলিশ প্রজনন মৌসুমে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করব।