ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মাঠে সোমবার বিকাল ৪ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা অনুর্ধ্ব ১৭ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আলফাডাঙ্গা পৌরসভা চ্যাম্পিয়ান হয়েছে ।
ফাইনাল ম্যাচে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী, পৌর মেয়র মোঃ সাইফুর রহমান সাইফার, আলফাডাঙ্গা সরকারী কলেজের অফিসার ইনচার্জ মোঃমনিরুল হক শিকদার, প্রেসক্লাবের সভাপতি ফকির এনায়েত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল আকন্দ, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান, বুড়াইচ ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার, যুগ্ন আহবায়ক শেখ কামরুল ইসলাম প্রমুখ।
খেলায় উপজেলার ৬ ইউনিয়ন ও ১টি পৌরসভা অংশ গ্রহন করে। ফাইনাল ম্যাচে আলফাডাঙ্গা পৌরসভা ফুটবল একাদশ বনাম বুড়াইচ ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যকার ম্যাচে আলফাডাঙ্গা পৌরসভা ফুটবল একাদশ ৫-০গোলে জয়লাভ করেন। খেলা পরিচালনা করেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আসলাম হোসেন এবং ধারা বর্ননায় ছিলেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ মাহিদুল হক।