ফরিদপুরে পদ্মা নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষ, চরাঞ্চলের হত দরিদ্র ও করোনাকালে কর্মহীন হয়ে পড়া এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সি (এফডিএ)।বুধবার সকাল ১০টার দিকে শহরতলির টেপুরাকান্দি এলাকায় এফডিএ’র নিজ কার্যালয় চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
এ সময় জেলা প্রশাসক অতুল সরকার বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো সহায়তার হাত বাড়িয়ে দিয়ে মানবতার অনন্য নজির স্থাপন করেছে।আমরা সকলে একসাথে কাজ করতে পারলে কেউ না খেয়ে থাকবে না। সকলে মিলে উৎসব-আনন্দে অংশ নিতে পারবো ।
অনুষ্ঠানে এফডিএ’র নির্বাহী পরিচালক মো. আজহারুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি হতদরিদ্র পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। খাদ্য সামগ্রীর প্যাকেটের মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, দুধ ও সেমাই।