ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরের দূর্গম চরের ১০ হাজার পরিবার বিদ্যুৎ পেয়েছে

  • মাহবুব পিয়াল
  • Update Time : ১২:১৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
  • ১৭৩ Time View

পদ্মা নদীর চরভুক্ত দুর্গম ফরিদপুর সদর, চরভদ্রাসন, সদরপুর ও মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার অফগ্রীড এলাকার ১০ হাজার পরিবারে বিদ্যুত সংযোগ নিশ্চিত করা হয়েছে।


সোমবার বিকালে ফরিদপুরের সদর উপজেলার কবিরপুরের আদর্শগ্রাম এলাকায় ফরিদপুর পল্লী বিদ্যুত সমিতির আয়োজনে উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠিত উঠান বৈঠকে এ তথ্য জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা বলেন, পদ্মানদীর চরভুক্ত অফগ্রীড এলাকায় বিদ্যুত সযোগ দেয়া ছিলো চ্যালেঞ্জের বিষয়, সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় সাবমেরিন কেবলের মাধ্যমে এ চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হয়েছে। এতে সরকারের উন্নত বাংলাদেশ গড়ার যে লক্ষ্য তা বাস্তবায়নে ভুমিকা রাখবে বলে মনে করেন তারা।
এসময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব:)। আর বিশেষ অতিথি বিদ্যুত বিভাগের অতিরিক্ত সচিব আবুল খায়ের মো. আমিনুর রহমান ও বোর্ডের সমিতি ব্যবস্থাপনা সদস্য মুহাম্মদ মতিউর রহমান অনলাইনে যুক্ত হন।
সদর উপজেলা চেয়ারম্যানের মো. আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানস্থলে ফরিদপুরের জেলা প্রশাসক অতুুল সরকার, ফরিদপুর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার আবুল হাসান, নর্থচ্যানেল ইউপি চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক অতুল সরকার বলেন, সরকারের দেয়া বিদ্যুতের সু ব্যবহার নিশ্চিত করে জীবন মানের পরিবর্তন করতে হবে। অন্যের মুখাপেখী না হয়ে নিজেই কিছু করুন। তিনি জানান, চরে বিদ্যুত আসায় কলকারখানা স্থাপিত হবে এতে কাজের সুযোগ সৃষ্টি হবে। চরের শিশুদের সু নাগরিক হিসেবে গড়ে তুলতে সব শিশুকে শিক্ষার আওতায় আনার অনুরোধ জানান তিনি। #

Tag :
জনপ্রিয়

ফরিদপুরের দূর্গম চরের ১০ হাজার পরিবার বিদ্যুৎ পেয়েছে

Update Time : ১২:১৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১

পদ্মা নদীর চরভুক্ত দুর্গম ফরিদপুর সদর, চরভদ্রাসন, সদরপুর ও মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার অফগ্রীড এলাকার ১০ হাজার পরিবারে বিদ্যুত সংযোগ নিশ্চিত করা হয়েছে।


সোমবার বিকালে ফরিদপুরের সদর উপজেলার কবিরপুরের আদর্শগ্রাম এলাকায় ফরিদপুর পল্লী বিদ্যুত সমিতির আয়োজনে উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠিত উঠান বৈঠকে এ তথ্য জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা বলেন, পদ্মানদীর চরভুক্ত অফগ্রীড এলাকায় বিদ্যুত সযোগ দেয়া ছিলো চ্যালেঞ্জের বিষয়, সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় সাবমেরিন কেবলের মাধ্যমে এ চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হয়েছে। এতে সরকারের উন্নত বাংলাদেশ গড়ার যে লক্ষ্য তা বাস্তবায়নে ভুমিকা রাখবে বলে মনে করেন তারা।
এসময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব:)। আর বিশেষ অতিথি বিদ্যুত বিভাগের অতিরিক্ত সচিব আবুল খায়ের মো. আমিনুর রহমান ও বোর্ডের সমিতি ব্যবস্থাপনা সদস্য মুহাম্মদ মতিউর রহমান অনলাইনে যুক্ত হন।
সদর উপজেলা চেয়ারম্যানের মো. আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানস্থলে ফরিদপুরের জেলা প্রশাসক অতুুল সরকার, ফরিদপুর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার আবুল হাসান, নর্থচ্যানেল ইউপি চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক অতুল সরকার বলেন, সরকারের দেয়া বিদ্যুতের সু ব্যবহার নিশ্চিত করে জীবন মানের পরিবর্তন করতে হবে। অন্যের মুখাপেখী না হয়ে নিজেই কিছু করুন। তিনি জানান, চরে বিদ্যুত আসায় কলকারখানা স্থাপিত হবে এতে কাজের সুযোগ সৃষ্টি হবে। চরের শিশুদের সু নাগরিক হিসেবে গড়ে তুলতে সব শিশুকে শিক্ষার আওতায় আনার অনুরোধ জানান তিনি। #