ফরিদপুরের বীরাঙ্গনা মায়া রানী সাহাকে ঘর নির্মাণ করে সেই ঘর তুলে দিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। মঙ্গলবার দুপুরে শহরের শোভারামপুর এলাকার নিঃসন্তান নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) মায়া রানী সাহার বাড়িতে গিয়ে তিনি তাকে ঘরটি বুঝিয়ে দেন। জেলা প্রশাসক ফুলেল শুভেচ্ছা ও বিভিন্ন ধরনের মৌসুমী ফলের ঝুড়িও মায়া রানীর হাতে তুলে দেন।
এ সময় ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজাসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ঘর পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন নারী মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা মায়া রানী সাহা। তিনি এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলা প্রশাসক অতুল সরকার ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজাকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা প্রশাসক অতুল সরকার বলেন, অসহায় নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) মায়া রানী সাহার ঘর নেই এই খবর পাওয়ার সাথে সাথে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে একটি ঘর করে দিতে পেরেছি। তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান। তিনি আমাদের বীরাঙ্গনা। আমরা ঘর দিয়ে শুরু করলাম। ভবিষ্যতে তার জন্য আরো ভালো কিছু করার চেষ্টা করবো।
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধে ফরিদপুরের শোভারামপুরে নিজ বাড়িতে ১৬ বছর বয়সে হানাদার বাহিনী ও স্থানীয় দোসরদের দ্বারা কয়েকবার নির্যাতিত হন নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) মায়া রানী সাহা।
তবে তাঁর রাষ্ট্রীয় স্বীকৃতি না থাকায় মানবেতর জীবন যাপন করতে হচ্ছিলো।বিষয়টি ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের নজরে আসলে তিনি তাঁর রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থা করেন। আর গত ৮মে ঘরটি তৈরির কাজের উদ্বোদন করা হয়েছিল।