ফরিদপুরের বোয়ালমারী থানার মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহিদুল শেখকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার তাকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
বোয়ালমারী থানার সাতৈর ইউনিয়নে অবস্থিত জয়নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক পলাশ কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া গ্রামের পাকা রাস্তার উপর থেকে আসামি শাহিদুল শেখকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া মধ্যপাড়া গ্রামের মানিক শেখের ছেলে। শাহিদুল একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।