আগামী ২৮ নভেম্বর ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে ভাঙ্গার নাছিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্ব›িদ্বতা করছেন। এর মধ্যে আপন দুই ভাইও প্রার্থী হয়েছেন। এরা হলেন বর্তমান চেয়ারম্যান নূরে আলম ছিদ্দিকী (টেলিফোন মার্কা) ও তার আপন ছোট ভাই মোঃ সম্রাট (মোটর সাইকেল মার্কা)।
এলাকাবাসী জানান, ১৯৯৭ সালের ইউপি নির্বাচনে নাছিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান ফকির। পিতার মৃত্যুর পর গত ২০১৬ সালে চেয়ারম্যান নির্বাচিত হন তার বড় ছেলে নূরে আলম ছিদ্দিকী। এবারের নির্বাচনে প্রয়াত সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ফকিরের দুই ছেলে প্রতিদ্বন্দিতা করছেন।
এ ব্যাপারে নতুন প্রার্থী মোঃ সম্রাট বলেন , নির্বাচনে প্রার্থী হয়েও আমি চাই আমার বড় ভাই নির্বাচিত হোক। আমি আমার বড় ভাইয়ের প্রতিযোগী নই, বরং সহযোগী।
বর্তমান চেয়ারম্যান নূরে আলম ছিদ্দিকী বলেন, আমার ছোট ভাই প্রার্থী হয়েছে আমাকে সহযোগিতা করার জন্য। দুই ভাই প্রার্থী হওয়ায় প্রতি ভোট কক্ষে আমাদের এজেন্ট বেশি থাকবে। নির্বাচনের দিন দুই ভাইয়ের গাড়ির পাসও বেশি থাকবে।
নির্বাচনী এলাকা ঘুরে বড় ভাই নূরে আলম ছিদ্দিকীর প্রচারনা চোখে পড়েছে। ছোট ভাই মোঃ সম্রাটের কোন প্রচারনা চোখে পড়েনি।