ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া বাজারের হোটেল মালিক ইয়াকুব শেখ (৩১) এর বিরুদ্ধে ৮ বছর বয়সের এক বালকেক যৌন নিপীড়ন করার অভিযোগ পাওয়া গেছে। শিশুটি বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ইয়াকুব শেখ ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের বাসিন্দা।ঘটনার পর থেকে ইয়াকুব শেখ পলাতক।
শিশুর পিতা জানান, আমার ছেলে ইয়াকুব শেখ এর হোটেল কর্মচারী হিসেবে কাজ করত। গত মঙ্গলবার (৪মে) দুপুরে ইয়াকুব শেখ আমার ছেলেকে যৌন নির্যাতন করে। ছেলেটি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় মঙ্গলবার বিকালে ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপরে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ মন্ডল জানান, ঘটনাটি শুনেছি। শিশুটি অভিভাবকদের অভিযোগ দিতে বলা হয়েছে।