ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলামের সাথে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মধুখালী উপজেলা শাখার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২ টায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে মত বিনিময় সভায় মধুখালী উপজেলার সমস্যা,উন্নয়ন,আইনশৃংখলাসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক পলিট ব্যুরো সদস্য মনোজ সাহার নেতৃত্বে মতবিনিময় সভায় উপজেলা ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, রাজনৈতিক,সামাজিক,শুশীল সমাজসহ সকলকে সাথে নিয়েই মধুখালী উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিনত করতে চাই। এ জন্য সকলেই সহযোগিতা করবেন। উপস্থিত নেতৃবৃন্দ উপজেলা চেয়ারম্যানকে সহযোগিতার আশ্বাস দেন।