এসএসসি পরীক্ষা দেওয়া হলো না ফরিদপুরের সালথার আসাদ মাতুব্বর(২০)এর। আসাদ উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদী গ্রামের আবুল কালাম মাতুব্বরের ছেলে। রোববার থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। সে ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র। শনিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর কারণ নিয়ে রয়েছে নানান গুঞ্জন। প্রতিবেশীরা বলছে আসাদের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী পরাজিত হওয়ায় সে বিষ পান করে আত্মহত্যা করেছে। আছাদের বোন আম্বিয়া জানান, তার ভাই বিষপান করেনি। আগে থেকেই তার হার্টের সমস্যা ছিল। স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। আমরা কাটা-ছেঁড়া না করার জন্য পুলিশের হাতে-পায়ে ধরেছি। পুলিশ তাও শোনেননি। রোববার দুপুর একটা পর্যন্ত মরদেহ থানায় রয়েছে। এদিকে প্রতিবেশীরা বলছে ভিন্ন কথা। তাদের ভাষ্য, আছাদ মাতুব্বর গত ১১ নভেম্বর (বৃহস্পতিবার) দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সালথার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক নুরুল ইসলামের এজেন্ট ছিলো। নৌকা প্রতীকের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন আনারস প্রতীকের খন্দকার সাইফুর রহমান শাহিন। নির্বাচনে ২২ ভোটে হেরে যান নৌকার প্রার্থী নুরুল ইসলাম। পরের দিন শুক্রবার বিজয়ী আনারস প্রতীকের সমর্থকরা আনন্দ উল্লাস করছিলেন বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। আছাদের বাড়ি বিদ্যালয়ের পাশে হওয়ায় সে ওই উল্লাসে বাধা দেয়। এ নিয়ে তার সাথে কথা কাটাকাটি ও তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বিজয়ী আনারস প্রতীকের সমর্থকরা। এই রাগে ক্ষোভে শনিবার সকালে আছাদ বিষ পান করে। অসুস্থ অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আছাদের এই মৃত্যু নিয়ে নানান গুঞ্জনের কারণে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে জানতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাত নং ওয়ার্ডের বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের এজেন্ট ছিলো। নির্বাচনে নৌকা হেরে যাওয়ায় শাহিনের লোকজন তাকে চড়-থাপ্পর মারে একই সাথে তাকে বাড়ি থেকে বের না হওয়ার জন্য হুমকি ধামকি দেই। সেই ক্ষোভে সে আত্মহত্যা করেছে । পরিবারের পক্ষ থেকে আইনগত কোন পদক্ষেপ নিলে আমি সর্বাত্মক সহযোগিতা করবো। সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খন্দকার সাইফুর রহমান শাহিন বলেন, আমি শুনেছি বিষ্ণুদী গ্রামের আছাদ নামে এক ব্যাক্তি বিষপান করে আত্মহত্যা করেছে। এর বাহিরে আমি আর কিছু জানি না। আমি নির্বাচনে জয়লাভ করায় বিভিন্ন জায়গা থেকে আমার বাড়িতে লোকজন আসতেছে আমি তাদের নিয়েই ব্যস্থ আছি। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসিকুজ্জামান বলেন, আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেছি। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম
ফরিদপুরের সালথায় এসএসসি পরীক্ষা দেয়া হলো না আসাদের
-
মাহবুব পিয়াল
- Update Time : ১২:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
- ২২০ Time View
Tag :
জনপ্রিয়