জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ফরিদপুরের সালথায় অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম ইফতেখার আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মদ তাছলিমা আকতার, মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহ আলম, ডাঃ নাহিদা পারভিন, সালথা থানার এসআই আব্দুল হান্নান সহ আরো অনেকে।
এসময় স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ১১ ডিসেম্বর উপজেলার ৮টি ইউনিয়নে ১৯২টি টিকাদান কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চালু করা হবে। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
৬মাস থেকে ১বছর বয়সের শিশুদের নীল ক্যাপসুল ও ১বছর থেকে ৫বছর বয়সের শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে।