ফরিদপুরে একটি আবাসিক হোটেলে আসামাজিক কাজ কারার অভিযোগে ওই হোটেল মালিকসহ চারজনের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা মামলা হয়েছে। গত রবিবার বিকেল থেকে রাত পর্যন্ত ফরিদপুরের বিভিন্ন আবাসিক হোটেলে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফরিদপুর সুমন রঞ্জন সরকার।
শহরের গোয়ালচামট মহল্লাস্থ শিশু পার্ক সংলগ্ন হোটেল হ্যাভেনে অভিযান কালে অসামাজিক কাজে সুযোগ করে দেওয়া ও লিপ্ত থাকার অভিযোগে হোটেল মালিক মো. মিলন মোল্লা (৪০), হোটেলবয় কামরুল মোল্রা (৩৩), মিতু আক্তার (২৫), শারমিন আক্তার (২১) কে গ্রেপ্তার করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়. অভিযানের সময় আরও কয়েকজন তরুণ তরুণী পালিয়ে যায় বলে জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনিল কুমার কর্মকার জানান, এ ব্যাপারে সোমবার সকালে ডিবি উপ-পরিদর্শ (এসআই) খায়রুল বাসার বাদী হয়ে ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে গ্রেপ্তার হোয়া চারজনসহ মোট আটজনের নাম উল্লেখ করে থানায় একিট মামলা দায়ের করেছেন। আসামিদের দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।