পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুরের স্বাচ্ছাসেবী সংগঠন “আলোর পথে সেবা সংঘ” এর উদ্যোগে শতাধিক নিন্ম আয়ের মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের মুন্সিবাজার এলাকায় ঈদের এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এসময় পৌরসভার ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাক, “আলোর পথে সেবা সংঘ” এর সৌরভ লস্কর, সৈয়দ নাদিম, রাসেল হাসান, মানবতার ফরিদপুরের সভাপতি মেহেদী হাসান জুয়েল, সংগঠনের সদস্য অরুপ, বাধন, আজাদ, রাব্বি, রিয়ন, হৃদয়, শহিদুল, রিয়াদ, মোস্তাকিম, দোদুল, ফয়সার, আবির, রিজন, মিদুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শতাধিক পরিবার কে ঈদের খাদ্য সামগ্রী হিসেবে পোলাও এর চাউল, সেমাই, তেল, ডাল ও লবনদেয়া হয়।