ফরিদপুরে চলমান লকডাউন বাস্তবায়ন ও ঈদে ঘরে ফেরা মানুষের ঢল প্রতিরোধে ফরিদপুরের প্রবেশপথের বিভিন্ন মহাসড়কে চেক পোষ্ট বসিয়ে যান চলাচলের নিয়ন্ত্রণ ও তল্লাসি কার্যক্রম শুরু করেছে ফরিদপুর হাইওয়ে থানা পুলিশ।
রবিবার সকাল থেকে ফরিদপুর প্রবেশের ১০টি গুরুত্বপূর্ন পয়েন্টে চেক পোষ্ট বসিয়ে এ তল্রাশি কার্যক্রম শুরু করা হয়। এসময় মহাসড়কে পণ্যবাহী সকল যানবাহন ব্যতিত সকল ধরনের প্রাইভেট গাড়ি ও মোটরসাইকেলে তল্রাশি চালানো হয়। জেলায় করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় যানবাহন চালকদের স্বাস্থ্যবিধি না মানা ও ঈদে ঘরমুখো মানুষের ঢল প্রতিরোধে যান চলাচল নিয়ন্ত্রন ও সরকারী বিধি নিষেধ অমান্যকারীদের জরিমানাসহ মামলা দেওয়া হচ্ছে বলে জানান হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার ।
এদিকে গত ২৪ ঘণ্টায় জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় ও করোনার উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জনের করোনায় আক্রান্ত হয়ে এবং ৭ জনের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।
আর নতুন করে আরও ১৫৪ জনের করোনা সনাক্ত হয়েছে।