মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুর শহরের আলিপুর এলাকার বাসিন্দা এনসিপি ফরিদপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ হোসেনের বাড়িতে মধ্যরাতে ঘরের তালা ভেঙ্গে তান্ডব চালিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। ৮ জুলাই দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কয়েকজন দুষ্কৃতিকারী তার বাসার বাউন্ডারি দেয়াল টপকে দ্বিতীয় তলায় প্রবেশ করে তাকে হত্যার উদ্দেশ্যে তাণ্ডব চালায় বলে অভিযোগ করেছেন এস এম জাহিদ হোসেন ।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী, হামলাকারীরা বাসার চার থেকে পাঁচটি গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। তারা ধারণা করেছিল, জাহিদ হোসেন ও তার ছেলে একটি নির্দিষ্ট কক্ষে ঘুমিয়ে আছেন। সেখানে কাউকে না পেয়ে ঘরের বিভিন্ন রুমে ব্যাপক তছনছ চালায়। এমনকি একটি রুমের বাহিরের লক খুলে ভেতরে তল্লাশি চালানোরও চেষ্টা চালায় তারা।
জানা গেছে, দুষ্কৃতিকারীরা জাহিদ হোসেনের রুমের দরজা জোরপূর্বক খোলার চেষ্টা করে, তবে ভেতর থেকে নিরাপদে লক থাকায় সফল হয়নি। তার ছেলের রুমেও সিটকিনি লাগানো ছিল। ধারণা করা হচ্ছে, পর্দার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে তারা জাহিদ হোসেনকে দেখতে পেয়েছিল। তবে ভোরের আজানের ধ্বনি ও আশপাশের মসজিদের মুসল্লিদের চলাচল শুরু হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে জাহিদ হোসেন বাইরে এসে দেখতে পান রুমের দরজার সামনে একটি কাঁচি কাটার পড়ে আছে, বাসার বিভিন্ন দরজার তালা ভাঙা এবং ঘরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ঘটনাস্থলে হামলাকারীরা দুটি জোড়া স্যান্ডেল ফেলে যায়।
ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কে বিষয়টি জানানো হলে তিনি ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন এবং তার টিম প্রাথমিক আলামত সংগ্রহ করেন।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি কোনো সাধারণ চুরির ঘটনা নয়, বরং পূর্বপরিকল্পিত । এ ঘটনায় এখনো কাউকে আটক করা না হলেও তদন্ত অব্যাহত রয়েছে।