ফরিদপুরে কভিড-১৯ এর পার্দুর্ভাব বেড়ে যাওয়ায় সংক্রমণ ঠেকাতে সাত দিনব্যাপী কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবারও শহরের বিভিন্ন স্থানে চেকপোষ্ট বসিয়ে তল্লাসি চালিয়েছে পুলিশ। মানুষকে ঘরে রাখতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।
শহরের প্রবেশ পথের ২১টি জায়গায় বেড়িকেট দিয়েছে পুলিশ। বিশেষত শহরের রাজবাড়ী রাস্তার মোড়, ভাঙ্গা রাস্তার মোড়, মুন্সিবাজার মোড়, টেপাখোলা ও ভাজনডাঙ্গা টিবি হাসপাতলের মোড় এলাকায় বেশি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। শহরের মধ্যে অনেক সড়ক বৎআশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগের সরবারহকৃত তথ্যনুযায়ী ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল করেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হযে মারা গেছেন আরো তিন জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৬ জন।