গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৭০ নমুনা পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে ১৯৪ জনের। শনাক্তের হার ৫২.৪৩ ভাগ। এই সময়ে করোনায় ও করোনার উপসর্গ নিয়ে মারা গেছে ১২ ব্যক্তি।
ফরিদপুর সিভিল সার্জন ডা জানান, ফরিদপুরে পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৭০টি এর মধ্যে শনাক্ত হয়েছে ১৯৪। আক্রান্তের হার ৫২.৪৩ শতাংশ। জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৬২২ জন, সুস্থ হয়েছে ১১ হাজার ৪৬৭ জন।
এদিকে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ১২ ব্যাক্তির মৃত্যু হয়েছে। এদের মধ্যে শনাক্ত হয়ে দুই জনের এবং উপসর্গ নিয়ে দশ জনের মৃত্যু হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউয়ে চিকিৎসাধীন রয়েছে ১৫ ব্যক্তি এবং করোনার সাধারন ওয়ার্ডে ভর্তি রয়েছে ২৬৯ জন্
এদিকে লকডাউনের পঞ্চম দিন সোমবারও সড়কে ছিলো আইন শৃঙ্খলা বাহিনী। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাসী করেছে পুলিশ। আর টহলে দেখা গেছে সেনাবাহিনীসহ আন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে।