মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগে সেরা ফলাফল অর্জনকারী দুই শিক্ষার্থীকে একভরি ওজনের স্বর্ণপদক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেছে এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এগারো বারের মতো এ স্বর্ণপদক দেয়া হলো।
রবিবার দুপুরে সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর-এর শহর শাখায় ২০২০ সালের স্নাতকোত্তর পরীক্ষায় গণিতে রাজেন্দ্র কলেজ থেকে শ্রেষ্ঠ ফল লাভের জন্য এক ভরি ওজনের স্বর্ণপদক ও নগদ ১৫ হাজার টাকা লাভ করেন তানজিয়া আক্তার। ২০২১ সালে অনুষ্ঠিত স্নাতক পর্যায়ের পরীক্ষায় শ্রেষ্ঠ অর্জনকারী হিসাবে এক ভরি ওজনের স্বর্ণের পদক ও নগদ ১০ হাজার টাকা পুরস্কার লাভ করেন সুমি খাতুন।
গণিত বিভাগের প্রধান অধ্যাপক মোঃ হায়দার মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন এ, এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা টি. রহমান, ফরিদপুর প্রেসক্লাবের আহ্বায়ক প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর মোঃ শাহজাহান, সরকারী রাজেন্দ্র কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর এস এম আব্দুল হালিম ও সরকারী রাজেন্দ্র কলেজ শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক অধ্যাপক মো: শহীদুল ইসলাম বাবু।
এসময় সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের গণিত বিভাগের প্রধান প্রফেসর রমা সাহা, সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগের সাবেক বিভাগের প্রধান অধ্যাপক শিপ্রা রায়, সিনিয়র সাংবাদিক পান্নাবালা, শিক্ষার্থী তানজিয়া আক্তার ও সুমি খাতুন বক্তব্য রাখেন।অনুষ্টানে গণিত বিভাগের শিক্ষক মন্ডলি, শিক্ষার্থী এবং অন্যান্য অতিথিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে ফলক উন্মোচন করে রাজেন্দ্র কলেজের নবনির্মিত শতবর্ষী ভবনে- গণিত বিভাগের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা।