ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ফরিদপুর জেলা কমিটির উদ্যোগে ফরিদপুর পৌর এলাকা এবং ৩ টি উপজেলার ২৫ টি গ্রামে ফলজ, বনজ এবং ঔষধী গুণ সম্পুর্ন আমলকী, হরিতকী, বহেরা, নিম, ডালিম, জলপাই, আকাশমনি, পেয়ারা, কদবেল, রাধাচূড়া সহ আরো বেশ কয়েক প্রজাতির বৃক্ষরোপণ করা হয়েছে। শনিবার বিকেলে সরকারি রাজেন্দ্র কলেজ এর বায়তুল আমান ক্যাম্পাসে আনুষ্ঠানিক ভাবে বৃক্ষরোপণ ও বিতরনের উদ্বোধন করেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশেএর নেতৃবৃন্দ।এ সময় ফরিদপুর জেলার ১৫ টি স্বেচ্ছাসেবী সংগঠন কে সৌজন্য উপহার হিসেবে ডিওয়াইডিএফ এর পক্ষ থেকে পরিবেশ বান্ধব গাছ উপহার হিসেবে প্রদান করা হয়।
ফরিদপুর জেলা কমিটির সভাপতি সোহানুর রহমান সোহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধ্রুবতারার কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিচালক অমিয় প্রাপন চক্রবর্তী ।এ সময় জেলা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান ফাহিম, সহ-সভাপতি এস কে রাজু ও জাহিদ হাসান, পরিবেশ বিষয়ক সম্পাদক এস কে ফারাবি, যুগ্ম সম্পাদক আবির কুমার বনিক, সাংগঠনিক সম্পাদক রাজিব খন্দকার, অর্থ সম্পাদক মিম বায়োজিদ বাঁধন, এস ডি জি সম্পাদক শাওন মিয়া, সদস্য শামিম রানা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ফরিদপুর জেলার ১৫ টি স্বেচ্ছাসেবী সংগঠন কে সৌজন্য উপহার হিসেবে ডিওয়াইডিএফ এর পক্ষ থেকে পরিবেশ বান্ধব গাছ উপহার হিসেবে প্রদান করা হয়, সংগঠন গুলো হলোঃ ১.বাইসো,ফরিদপুর ২. মানুষ মানুষের জন্য ৩. মানবতার কল্যাণে ফরিদপুর ৪. সেচ্ছাসেবী বন্ধু মহল সংগঠন ৫. নগরকান্দা সংগঠন ৬. বিডি ক্লিন,ফরিদপুর ৭. ঘুরি ফিরি ফরিদপুর ৮. চলো পাল্টাই ৯. উৎসর্গ পরিবার ১০. অনুপ্রয়াস ১১.বিলমামুদপুর জনকল্যান ফাউন্ডেশন। ১২. সততাই মানব কল্যাণ ১৩. ফোর্ব ফাউন্ডেশন ১৪. ছায়ানীর ১৫. বাংলাদেশ যুবলীগ আলিয়াবাদ ইউনিয়ন শাখা । এসময় মানবতার কল্যানে ফরিদপুরের সভাপতি সাইমুর রহমান সিয়াম বলেন, আসলে এমন উদ্যোগ সকলের পক্ষ থেকে নেওয়া উচিত, আমরা চাই এই সকল উদ্যোগ অব্যাহত থাকবে। অনুপ্রয়াস সভাপতি আরমান হোসেন দীপ্ত বলেন, ডিওয়াইডিএফ এর এই মহৎ উদ্যোগ আসলেই প্রশংসনীয়, আমরা এর সাফল্য কামনা করছি, এসময়ে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী বন্ধু মহল সংগঠনের সভাপতি রাসেল ইসলাম রাজ, মানুষ মানুষের জন্য সংগঠনের সম্পাদক এস কে ফারাবি, বাইসো সভাপতি কাজি তাসিন জেবা, উৎসর্গের সম্পাদক সাইম খান রনি, চলো পাল্টাই এর সম্পাদক লিনা খন্দকার, ঘুরি ফিরি ফরিদপুরের এডমিন আলি মুকিম, বিডি ক্লিনের সমন্বয়ক তিহান আহমেদ, অনুপ্রয়াস সম্পাদক জুবায়ের আহমেদ তুরু।